মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য প্রয়োজনে পূর্ব বর্ধমানের এসপি ডিএমকে বলা হবে তাদের সহায়তার জন্য। পূর্ব বর্ধমানের কয়েক হাজার কোটি টাকার ওয়াকফ সম্পত্তি আছে যেটা ক্রমশ বেদখলে হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকফ বোর্ডের সিইও এহসান আলী বর্ধমানের বিভিন্ন ওয়াকফ সম্পত্তি পরিদর্শনে এসে এই মন্তব্য করেন। তিনি বলেন যারা ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে দখল করে আছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য ডব্লিউবিসিএস সহ বিভিন্ন চাকরির ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন। ওয়াকফ সম্পত্তি রক্ষা করে এবং সেই সম্পত্তি রোজগার বাড়িয়ে সংখ্যালঘু কমিউনিটির উন্নয়ন করা হবে। পূর্ব বর্ধমানের মানিকপীর এস্টেট এর ছাত্রাবাসে উপস্থিত হয়েছিলেন ওয়াকফ বোর্ডের সিইও। সেখানে ওয়াকফ বোর্ডের সিও কে ফুলের বাগান উদ্বোধন করেন। ছাত্রদের সঙ্গে কথা বলেন এবং মানিকপীর স্টেট এর বিভিন্ন সম্পত্তি ঘুরে দেখেন। ছাত্রদের কিছু দাবি দাওয়া ছিল সেই সমস্যার সমাধান করার আশ্বাস দেন সিও। বর্ধমানের বিভিন্ন ওয়াকফ সম্পত্তি পরিদর্শনে আরো উপস্থিত হয়েছিলেন ওয়াকফ বোর্ডের মেম্বার আফফাজ জামান খান, মানিকপীর ছাত্রাবাসের সম্পাদক শেখ মনোয়ার হোসেন, সভাপতি আইনজীবী আজিজুল হক, মানিক পীর এস্টেট এর মোতাওয়াল্লি শেখ নাসির উদ্দিন। হোস্টেলের ছাত্রদের তরফ থেকে এবং কর্তৃপক্ষ তরফ থেকে সিও এহসান আলীকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। পূর্ব বর্ধমানের ওয়াকফ সম্পত্তি উদ্ধারের আশ্বাস দেয়ায় বর্ধমানের সংখ্যালঘুরা অনেক আশ্বস্ত বলে অনেকে অভিমত পোষণ করেন।