আপনজন ডেস্ক: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারীভাবে জয়ী হয়েছেন দেশটির বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো। তিনি ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। বুধবার সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।সুবিয়ান্তো এর আগে আরো দুবার প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন। দেশটিতে নির্বাচনের প্রথমধাপে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পেলে তাকে দ্বিতীয় ধাপে লড়তে হয় না। ফলে প্রথম ধাপেই চূড়ান্ত হয়ে গেছেন সুবিয়ান্তো। যদিও ভক্তদের কমিশনের চূড়ান্ত ফলের জন্য আরো ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন তিনি।পোলস্টারের তথ্যানুযায়ী, সুবিয়ান্তোর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক শিক্ষামন্ত্রী ও জাকার্তার সাবেক গভর্নর অ্যানিস বাসওয়েদান ২৫ শতাংশ ভোট পেয়েছেন। এ ছাড়া মধ্য জাভার সাবেক গভর্নর গাঞ্জার প্রানোও ১৭ শতাংশ ভোট পেয়েছেন।সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, দেশটির ভোটাররা বুধবার প্রেসিডেন্টের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট, ৫৮০ জন পার্লামেন্ট সদস্য, ২০ হাজারের বেশি আঞ্চলিক আইনপ্রণেতাও নির্বাচন করবেন। এসব নির্বাচনে প্রায় ২ লাখ ৬০ হাজার প্রার্থী লড়ছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct