বাবলু প্রামানিক, বারুইপুর, আপনজন: ১১২ নম্বর ডায়াল করে দ্রুত বিশেষ পুলিশের গাড়ি পৌঁছে যাবে এলাকায়। এমনই তিনটি বিশেষ গাড়ির উদ্বোধন করলেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী। প্রসঙ্গত দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে গুরুত্বপূর্ণ পুলিশ জেলা হিসেবে বিবেচিত হয় বারুইপুর পুলিশ জেলা। একদিকে যেমন সোনারপুর নরেন্দ্রপুর ও বারুইপুর থানা এলাকা রয়েছে তেমনই রয়েছে ইএম বাইপাসের সংযুক্ত এলাকা।সেই সঙ্গে রয়েছে ক্যানিং ও বাসন্তীর মতো দুর্গম এলাকাও। যাতে রাত বিরোতে এই সমস্ত গুরুত্বপূর্ণ এলাকায় ১১২ নম্বরের ডায়াল করলে দ্রুত পুলিশের এই বিশেষ গাড়ি পৌঁছে যাবে তেমনই বাড়ানো হবে নজরদারিও।সেই সঙ্গে যেকোনো দুর্ঘটনা গ্রস্ত দুর্ঘটনা ঘটনা ঘটলে সাথে সাথে পৌঁছে যাবে পুলিশের এই গাড়ি। গাড়িগুলির সঙ্গে পুলিশ সুপারের দপ্তরে থাকা কন্ট্রোল রুমে সরাসরি ছবি ও পৌঁছে দেবে বিশেষ ভাবে তৈরী এই গাড়ি। সেই তিনটি বিশেষ মোবাইল পেট্রলিং ভ্যানের আনুষ্ঠানিক ভাবেই তার পথচলা শুরু করলেন বারুইপুর জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী। মঙ্গলবার পুলিশ সুপারের দপ্তরের সামনেই সবুজ পতাকা উড়িয়ে ওই তিনটি বিশেষ মোবাইল পেট্রলিং ভ্যানের আনুষ্ঠানিক শুভযাত্রার সূচনা করেন। পুলিশ সুপার জানিয়েছেন আপাতত রাত্রের তিনটি ভ্যান চলবে।এরপরে দিনের বেলায় আরও তিনটি মোবাইল পেট্রোলিং ভ্যান চালানোর ব্যবস্থা করা হবে। সাংবাদিক বৈঠক করে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী সাংবাদিক বৈঠক করে এই কথাগুলি বলেন। তিনি আরো বলেন আপাতত তিনটে গাড়ি চলবে এরপরে আরো বাড়ানো হবে গাড়ির সংখ্যা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct