আপনজন ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার রিজার্ভ ফোর্সেস আইন সক্রিয় করার মাধ্যমে অবসরে যাওয়া প্রবীণ সেনাদের আবারো যুদ্ধেরক্ষেত্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।এই প্রসঙ্গে জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং বলেছেন, প্রবীণ সেনাদের আগ্রহে তিনি এই পদক্ষেপ নিচ্ছেন এবং তারা (অবসরপ্রাপ্ত সেনারা) জাতীয় প্রতিরক্ষার স্বার্থে আবারো দায়িত্বে ফিরতে চান।বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণে সামরিক বাহিনীর সদস্যরা একের পর এক ঘাঁটি হারাচ্ছে এবং প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে। তাছাড়া বিদ্রোহীদের কাছে জান্তা সেনাদের আত্মসমার্পণ এখন নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। এমন অবস্থায় অবসরপ্রাপ্ত সেনাদের আবারো যুদ্ধের ফ্রন্টলাইনে ফেরত পাঠাচ্ছে দেশটি।গত মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে আইনটিতে সই করেন মিন অং হ্লাইং। ‘রিজার্ভ ফোর্সেস ল’ আইনটি ২০১০ সালে প্রণীত হলেও এবারই প্রথম আইনটি সক্রিয় করা হলো।যেসব সেনাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে তারা তাদের পেনশনের পাশাপাশি সামরিক প্রধান কর্তৃক প্রদত্ত অন্যান্য সুবিধা পাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct