সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: মুর্শিদাবাদের মতিঝিল প্রকৃতি তীর্থ পার্কে প্রায় দেড় বছরের অধিক সময় ধরে বন্ধ হয়ে পড়ে থাকা সুরের ঝর্ণা আবারও চালু করা হল। ১৪ই ফেব্রুয়ারি আবারো নতুন সিস্টেমে চালু করা হলো সুরের ঝর্ণা। শতাধিক পাম্পের সাহায্যে বিভিন্ন রকম জলের ফোয়ারা তৈরি হয় এই সুরের ঝরনায়। পাশাপাশি সংগীতের সুরের তালে বিভিন্ন ধরনের ফোয়ারা উৎপন্ন হয়। যা দেখতে মতিঝিলে ভিড় জমান শতশত পর্যটক। কিন্তু করোনার পরবর্তীতে সুরের ঝর্ণা দেড় বছর বন্ধ হয়ে থাকে। তার কিছুদিন পরেই পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের হাতে যায় মতিঝিল প্রকৃতি তীর্থ পার্ক। পর্যটকের সংখ্যা হ্রাস পায় মতিঝিলে। লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের মাধ্যমে পলাশীর কাহিনী ফুটিয়ে তোলা হতো মতিঝিলে, যা এখন বন্ধ। সেই লাইট অ্যান্ড সাউন্ডের কাজ চলছে, হয়তো কিছুদিন পরে সেটাও চালু করা হবে। অন্যদিকে পর্যটন মন্ত্রীর দেওয়া সঙ্গীতের সুরের তালে ফোয়ারা উৎপন্ন হয়ে বিভিন্ন ভঙ্গিমা দেখাচ্ছে মিউজিক্যাল ফাউন্টেন বা সুরের ঝর্ণা। স্বাভাবিকভাবে হ্রাস পাওয়া পর্যটকের সংখ্যা এবারে বৃদ্ধি পাবে বলে আশাবাদী পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের অধীনে থাকা মতিঝিল প্রকৃতি তীর্থ পার্ক কর্তৃপক্ষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct