দেবাশীষ পাল, মালদা, আপনজন: বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় ২৪ বছরের কল্পনা মন্ডল। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় ৭০০ মিটার দূরে ভুট্টার ক্ষেতের ভিতর থেকে মহিলার অর্ধনগ্ন ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে।ক্ষেতের ভিতরে একাধিক ভুট্টার গাছ ভাঙা অন্যান্য দিক দেখে পরিবার থেকে পুলিশ প্রশাসনের আনুমান ধর্ষণ করে খুন করা হয়েছে। শরীরে একাধিক আঘাত, কোপে ওই মহিলাকে খুন করা হয়েছে অভিযোগ করেছে পরিবার। এদিন ভোরে ভুট্টার ক্ষেতে মৃতদেহ পড়ে থাকতে দেখতে পান মাঠের মানুষজন। খবর পেয়ে দ্রুত মোথাবাড়ি থানার পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিলার নাম জল্পনা মণ্ডল (২৪)। হামিদপুর গ্রামপঞ্চায়েতের শ্রীপুরকলোনির গ্রামে বাবার বাড়িতে থাকতেন। সূত্রে জানা গেছে, দেড় বছর আগে বাঙ্গিটোলার পাঁচকড়িটোলায় বিয়ে হয়েছিল কল্পনার। ছয় মাস হল মিউচুয়াল ডিভোর্স হয়। বাবার বাড়িতেই থাকত। সরস্বতী পূজার দিন পরিবারের ছোটদের সাথে গানে নৃত্যে আনন্দ করে । তারপর সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবার খোঁজাখুঁজি করে। কিন্তু সকালবেলায় খবর পান ভুট্টার খেতে পড়ে রয়েছে জল্পনা মন্ডলের মৃতদেহ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে তাকে খুন করা হয়েছে মনে করে পরিবার। কিভাবে এমন ঘটনা ঘটল বুঝতে পারছেন না পরিবার সদস্যরা। ঘটনার খবর পেয়ে আসেন কালিয়াচক এসডিপিও ফাইজাল রাজা, মোথাবাড়ি থানার ওসি কুনাল কান্তি দাস সহ পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। খুনের মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কে বা কারা তাকে খুন করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। দুষ্কৃতিদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে জানিয়েছেন পুলিশ ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct