সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: হাওড়ার উলুবেড়িয়া-১ নং ব্লকের বহিরা গ্রাম পঞ্চায়েতের আমশা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা মিড ডে মিল ঠিকমতো পাচ্ছে কি না পরিদর্শনে গিয়ে তাদের সঙ্গে এক পঙ্ক্তিতে বসে নিজেও সেই মিল খেলেন খোদ বিডিও রিয়াজুল। পড়ুয়া ও বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারাও ভীষণ খুশি বিডিওর এই কাজে।
মিড-ডে-মিল খেতে বসে নানারকম অভিজ্ঞতার কথা শোনানো আর তাদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে খুশি হলেন বিডিও-ও। ব্লকের আধিকারিকদের নিয়ে দুপুরে ওই স্কুলে পরিদর্শনে যান বিডিও এইচ এম রিয়াজুল হক।বিদ্যালয়ের বিভিন্ন কাজ ও রিপোর্ট খতিয়ে দেখেন তিনি। সেই সময় টিফিনের ঘণ্টা পড়ে যাওয়ায় পড়ুয়াদের সঙ্গে বসে গেলেন মিড-ডে-মিল খেতে। মিলে ছিল ভাত, মাংস, বিদ্যালয়ের কিচেন গার্ডেনের বেগুন দিয়ে ভর্তা এবং ফুলকপির তরকারি। বিডিও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে খেতে বসে আমার স্কুলজীবনের কথা মনে পড়ে যায়। ছাত্রছাত্রীরা জানিয়েছে,তারা মিড ডে মিলে বিদ্যালয়ের নিজস্ব কিচেন গার্ডেন থেকে সব্জি ছাড়াও ডিম ও মাসের শেষে একদিন মাংস পায়। বিদ্যালয়ের খাবারের গুণমানও ঠিক ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শর্বাণী ঘোষ দে বলেন, বিডিও আজ স্কুলে এসে যেভাবে পড়ুয়াদের সঙ্গে খাওয়াদাওয়া করলেন তাতে আমরা সবাই খুব খুশি। এভাবে প্রশাসনিক অধিকারিকেরা প্রতিটি স্কুলে গিয়ে মিড ডে মিলের গুণমান যাচাই করলে যাঁরা নিয়ম মানেন না তাঁরাও শুধরে যাবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct