নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: গৌরীপুরে নতুন জুট মিল তৈরি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি গৌরীপুর জুট মিলের শ্রমিক ও পরিবারের সদস্যরা তাদের প্রাপ্য বকেয়া দাবিতে সোচ্চার হলেন। এবার তাদের সমর্থনে এগিয়ে এল গৌরীপুর মজদুর বাঁচাও মঞ্চ। এ উপলক্ষে ১৫ ফেব্রুয়ারি বিকেল ৪টায় গৌরীপুর মজদুর বাঁচাও মঞ্চের অফিস প্রাঙ্গণে শতাধিক শ্রমিক জড়ো হয়ে গৌরীপুরে নতুন জুট মিল তৈরি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি গৌরীপুর জুট মিলের শ্রমিকদের প্রাপ্য বকেয়া দাবিতে সোচ্চার হন ও বকেয়া উদ্ধারের আন্দোলন জারি রাখার শপথ নেন।এদিনের র সভায় গৌরীপুরের শ্রমিক ও তাদের পরিবারের এই ন্যায্য চলমান আন্দোলনকে সংহতি জানাতে উপস্থিত ছিলেন AICCTU- র রাজ্য নেতা নবেন্দু দাশগুপ্ত ও নারায়ণ দে, BCMF-এর জেলা নেতা শম্ভু বন্দ্যোপাধ্যায়, নৈহাটি শিল্পাঞ্চল বাঁচাও মঞ্চের আহ্বায়ক দেবাশিস পাল, নৈহাটি নাগরিক উদ্যোগের পক্ষে ডাঃ জয়ন্ত ঘোষাল, পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের সম্পাদক সরিৎ চক্রবর্তী, APDR-এর সহসভাপতি প্রদীপ বসু, AIPWA- র নেত্রী মিঠু চক্রবর্তী, CPI-ML লিবারেশনের নৈহাটি আঞ্চলিক কমিটির সম্পাদক দেবজ্যোতি মজুমদার প্রমুখ।
এক প্রেস বিবৃতিতে গৌরীপুর মজদুর বাঁচাও মঞ্চের সভাপতি সুব্রত সেনগুপ্ত বলেন, দীর্ঘ প্রায় দু দশক ধরে গৌরীপুর মজদুর বাঁচাও মঞ্চ, AICCTU ও BCMF রাজ্য সরকারের কাছে দাবি করে আসছে- বন্ধ গৌরীপুর জুট মিলের জমিতে নতুন কারখানা গড়ে তোলোর ও শ্রমিকদের প্রাপ্য বকেয়া বন্টনের ব্যবস্থা করার। গত ১৩ ফেব্রুয়ারি রাজ্য সরকার দীর্ঘ আইনী জালের ফাঁসে আটকে থাকা গৌরীপুরে নতুন জুট মিল গড়ে তোলার যে ঘোষণা করেছে আমরা তাকে স্বাগত জানাই। আমরা চাই এই মিল অত্যাধুনিক হোক, যেখানে দু-তিন হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং গৌরীপুর জুটমিলের শ্রমিক ও তাদের ছেলে মেয়েরা নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রতিশ্রুতি মতো জুটের ত্রিপাক্ষিক চুক্তি মেনে শ্রমিকের মজুরি ও অন্যান্য অধিকার সুরক্ষিত থাকবে।তিনি বলেন, আমাদের প্রথম দাবিটি পূরণের প্রথম ধাপে পৌঁছালেও অপর দাবি অর্থাৎ গৌরীপুর জুটের শ্রমিকদের বকেয়া টাকা বন্টন আজও অধরা। উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারির শ্রম দপ্তরের বৈঠকে শ্রমমন্ত্রী ইউনিয়নগুলোর কাছে ঘোষণা করেছেন ২৮ ফেব্রুয়ারির মধ্যে ইউনিয়নগুলো শ্রমিকের বকেয়া তালিকা ও হিসাব শ্রম দপ্তরে জমা দেবে। তিনি নিজে উদ্যোগ নিয়ে ওই টাকা যাতে দ্রুত শ্রমিকের হাতে তুলে দেওয়া যায় তার জন্য পিএফ, লিকুইডেটর সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর আধিকারিক ও ইউনিয়নগুলোকে নিয়ে বৈঠক করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। এ ব্যাপারে গৌরীপুর মজদুর বাঁচাও মঞ্ঞ্চের সভাপতি বলেন, আমরা আশা রাখছি শ্রমমন্ত্রী এই কাজ অত্যন্ত গুরুত্ব দিয়ে করবেন ও বন্ধ কারখানার শ্রমিকের মৃত্যু মিছিল রোধে যথাযথ পদক্ষেপ নেবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct