সুব্রত রায়, কলকাতা, আপনজন: উত্তরবঙ্গের চা বাগান এলাকার শ্রমিকদের অনেকের আধার কার্ড বাতিল করা হয়েছে বলে খবর পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নিজেই একথা জানিয়ে বলেন, “ আমি প্রশাসনকে খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলেছি।”মুখ্যমন্ত্রীর কথায়, “কত টাকা দিয়ে ঘুরে ঘুরে আধার কার্ড করেছে সাধারণ মানুষ। ইলেকশনের আগেই আমি শুনলাম চা বাগানের অনেকের আধার কার্ড বাতিল করা হয়েছে। শুনেছি আধার কার্ড নাকি বাতিল করে দিতে বলেছে, যাতে মানুষ ভোট দিতে না পারে।”কয়েকদিন আগেই উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের হাতে পাট্টা তুলে দিয়েছে রাজ্য। মাস দেড়েক পরেই লোকসভা ভোট। ভোটে বড় ভূমিকা নিতে পারেন চা বাগানের শ্রমিকেরা। সেকারণেই বেছে বেছে চা শ্রমিকদের আধার কার্ড বাতিল করা হচ্ছে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী।
বিজেপির নাম উল্লেখ না করে এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “ইলেকশন আসলেই চা বাগান, ইলেকশন আসলেই এনআরসি। ইলেকশনের সময় আসলাম আর কুহু কুহু করে ডাকলাম। আর ইলেকশন চলে গেলে আমিও চলে গেলাম। এমন আমরা করি না।”এই প্রসঙ্গেই টেনে এনেছেন ক্যাগ রিপোর্টের কথা। মমতার দাবি, “আমি আবার বলছি, ক্যাগ রিপোর্ট টোটালটাই মিথ্যাচার, টোটালটাই অনাচার।”এদিন বিধানসভার দ্বিতীয়ার্ধের অধিবেশন শুরু পরই বয়কট করে বিজেপি। ওই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকেই আছে নিজেরা কোনও কাজ করে না। কিন্তু একতরফা নেতিবাচক কথা বলে যায়। শুধু ভাঁওতা দেওয়ার জন্য কথা বলে যায় কিন্তু উত্তর শোনার জন্য অপেক্ষা করতে পারে না। কারণ ওরা সত্যি শুনতে ভয় পায়।”কয়েকদিন আগেই কেন্দ্র পেশ করেছে অন্তর্বর্তী বাজেট। রাজ্যও বাজেট পেশ করেছে। দুই বাজেটের তুল্য মূল্য তুলে ধরে মমতা বলেন, ‘আমরা লিঙ্গ ভিত্তিক বাজেটের জন্য ৪৪.৪২ শতাংশ বরাদ্দ করেছি। আর ওদের দেখুন। মাত্র ৬.৬ শতাংশ। আর শিশুদের জন্য আমাদের বাজেটে যখন ১৭.৫৭ শতাংশ বরাদ্দ তখন কেন্দ্রের বাজেট বরাদ্দ মাত্র ২.৩ শতাংশ। ফারাকটা দেখুন।’ বৃহস্পতিবার বিধানসভায় আগাগোড়া কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct