নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: রেশন দুর্নীতি মামলায় জেলে রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও ব্যবসায়ী বাকিবুর রহমান। যে রেশন নিয়ে রাজ্যে এত শোরগোল এবার সেই রেশনে পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দেওয়ার অভিযোগে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন উপভোক্তারা ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামে। অভিযোগ উঠেছে তুলসীহাটা গ্রামের রেশন ডিলার জগদীশ প্রসাদ রামের বিরুদ্ধে। পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দেওয়ার কথা ডিলার স্বীকার করে নিলেও তার কিছু করার নেই। সরকার থেকে যা পাচ্ছে তাই দিচ্ছে বলে সাফ জানিয়ে দেন। জানা গিয়েছে, রেশন ডিলার জগদীশ প্রসাদ রাম এদিন রাড়িয়াল গ্রামে দুয়ারে রেশন দিতে আসেন। রেশন তুলতে গিয়ে উপভোক্তারা দেখেন রেশনের চালে পোকা রয়েছে। কিন্তু,সেই চালই দিচ্ছেন রেশন ডিলার। এ দেখেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। শুরু হয় বিক্ষোভ। গ্রামবাসীদের অভিযোগ, ওই ডিলার বরাবরই পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দিয়ে থাকে। যে আটা দেওয়া হয়েছে তা খাবার অযোগ্য।ডিলারকে বলতে গেলে কোন কর্ণপাত করেন না।
সাহেব আলি নামে এক উপভোক্তা জানান, ওই ডিলার প্রতি মাসে এই ধরনের পোকা ধরা চাল ও নিম্নমানের আটা দিয়ে থাকেন। আটা এত নিম্নমানের যে খাওয়া যায় না। বাধ্যতামূলক পশুকে খাওয়াতে হয়। ডিলারকে বলতে গেলে কোন কথাই শুনতে চাই না। মসলিমা খাতুন নামে আরও এক উপভোক্তা জানান, রেশন থেকে দেওয়া আটা খাওয়া যাচ্ছে না তবুও অভাবের তাড়নায় খেতে হয়। কোনো কোনো মাসে পশুর খাদ্য করতে হয়। কাজেরুল ইসলাম নামে আরও এক উপভোক্তা জানান, বস্তার মধ্যে তিন থেকে চার রকমের চালের মিশ্রন থাকে। আটা খুব নিম্নমানের। এই আটা দিয়ে রুটি তৈরি করলে তেঁতো হয়ে যায়। যা খাওয়া যায় না। ডিলারকে বলতে গেলে সে কোন কর্ণপাত করেন না। তার বিরুদ্ধে যেখানে খুশি সেখানে অভিযোগ জানাতে পারে বলে সাফ জানিয়ে দেন। রেশন ডিলার জগদীশ প্রসাদ রাম জানান,সরকারের কাছ থেকে সে যা চাল ও আটা পায় তাই উপভোক্তাদের দিয়ে থাকেন। পোকা ধরা চাল ও নিম্নমানের আটা পাল্টানো তার পক্ষে সম্ভব না। হরিশ্চন্দ্রপুর ১ ব্লক খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিক বাবন মণ্ডল জানান,চালে পোকা থাকলে সেই চাল ফেরত নিয়ে নেওয়া হবে।আর আটার ক্ষেত্রে নির্দিষ্ট উপায়ে গুণমান পরীক্ষা করে দেখা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct