আপনজন ডেস্ক: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। রাজকোটে গতকাল একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে এ কথা বলেছেন ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। ১ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। রোহিত এ নিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়কত্ব করবেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর অধিনায়কত্বে সেমিফাইনালে উঠেছিল ভারত। ফাইনালে ওঠার লড়াইয়ে সেবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে হারতে হয় ভারতকে। ২০২২ সালের ১০ নভেম্বর সেই হারের পর গত বছর এই সংস্করণে একটি ম্যাচও খেলেননি রোহিত। গত জানুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়কত্ব করেন। তখনই অনেকে বুঝে নিয়েছিলেন, এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের অধিনায়কত্ব থাকবে রোহিতের হাতেই। জয় শাহ সেটাই নিশ্চিত করলেন। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পাল্টে নিরঞ্জন শাহ স্টেডিয়াম রাখার অনুষ্ঠানে জয় শাহ বলেছেন, ‘প্রায় এক বছর পর সে (রোহিত) আফগানিস্তান সিরিজে অধিনায়কত্বে ফিরেছে। এর অর্থ হলো সে অবশ্যই নেতৃত্ব দেবে (টি-টোয়েন্টি বিশ্বকাপে)।’
রোহিতের অধিনায়কত্বে গত বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরেছে ভারত। এর কয়েক দিন পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়কত্ব করেন সূর্যকুমার যাদব। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ভারতের অধিনায়ক ছিলেন তিনি। এর পাশাপাশি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দল মুম্বাই ইন্ডিয়ানসও জানিয়েছিল, রোহিতের জায়গায় তাদের অধিনায়কত্ব করবেন হার্দিক পান্ডিয়া। গত জানুয়ারিতে আফগানিস্তান সিরিজ দিয়ে এই সংস্করণে ফিরে প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর তৃতীয় ম্যাচে ১২১ রান করেছিলেন রোহিত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেটা ছিল প্রথম ক্রিকেটার হিসেবে ৫ শতকের রেকর্ড। ক্রিকইনফো জানিয়েছে, জয় শাহ বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতৃত্ব রোহিতের হাতে থাকলেও এ সংস্করণে দীর্ঘ মেয়াদে অধিনায়ক হিসেবে হার্দিক পাণ্ডিয়াই প্রাথমিক পছন্দ। গত বছর একাধিক টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়কত্ব করেছেন এই অলরাউন্ডার। শাহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রয়োজনের খাতিরেই রোহিতকে এই সংস্করণে অধিনায়ক হিসেবে ফেরানো হয়েছে। কারণ, গত ওয়ানডে বিশ্বকাপে চোট পেয়েছিলেন হার্দিক, ‘টি-টোয়েন্টিতে নিশ্চিতভাবেই হার্দিক অধিনায়ক হবে (ভবিষ্যতে)।’ বিসিসিআইয়ের এই সেক্রেটারি বলেছেন, ‘আমরা জানি রোহিতের সামর্থ্য আছে। ওয়ানডে বিশ্বকাপেই সে তা দেখিয়েছে, আমরা টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিলাম। রোহিতের অধিনায়কত্বে বার্বাডোজে ভারতের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ব্যাপারে আমি আত্মবিশ্বাসী।’ রোহিতের মতো বিরাট কোহলিও এক বছরের বেশি সময় পর এ বছর জানুয়ারিতে আফগানিস্তান সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে ফেরেন। তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে কি না, এ বিষয়ে জয় শাহর কাছে জানতে চেয়েছিল সংবাদমাধ্যম। তিনি বলেছেন, ‘আমরা তার ব্যাপারে দ্রুতই কথা বলব।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct