সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মুর্শিদাবাদের জলঙ্গিতে চাকরির ভুয়ো টোপ দিয়ে টাকা তোলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ধৃতের নাম সাহাবুল শেখ। বৃহস্পতিবার দুপুরে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়াল জলঙ্গির পাকুড়দিয়াড়ে। যদিও ঘটনার পরেই চম্পট দিয়েছে তার সহযোগীরা। পুলিস জানিয়েছে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে , সাহাবুল এর আগেও চাকরির নামে টাকা তুলেছিল। বৃহস্পতিবার সাহাবুল চাকরির নামে টাকা তোলার জন্য ভুয়ো ইন্টারভিউয়ের আয়োজন করেছিলেন। এদিন প্যান্ডেল করে বাইরে থেকে কয়েকজনকে অফিসার সাজিয়ে নিয়ে আসেন সাহাবুল। এরপরে সেখানে আগত চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের নামে নথিপত্র জমা ও ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়।এমনকি টাকা নেওয়া হয় বলেও অভিযোগ। এদিন আশেপাশের শতাধিক চাকরিপ্রার্থী এদিন সেখানে ভিড় জমিয়েছিলেন। হুট করে গ্রামে চাকরির নামে এত মানুষের আনাগোনা দেখা দেওয়ায় সন্দেহ হলে পুলিসকে জানায় তারা। এরপরেই জলঙ্গি থানার পুলিসের সামনে সদুত্তর দিতে পারায় তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিস। পাশপাশি সেখান থেকে ভুয়ো পরিচয়পত্র ও একাধিক নথিপত্র সহ ল্যাপটপ ও মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে জলঙ্গি থানার পুলিস। স্থানীয় বাসিন্দা বলেন, সাহাবুল দীর্ঘদিন ধরে এইধরনের চাকরির নামে প্রতারনার সঙ্গে জড়িয়েছিল। এর আগেও চাকরির নাম করে প্রতারণা করেছিল। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct