আপনজন ডেস্ক: জনপ্রিয় বাঙালি অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী বৃহস্পতিবার দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সাংসদ পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেন। যদিও অভিনেত্রী-সাংসদের এই সিদ্ধান্তকে দলনেত্রী গ্রহণ করেননি বলে জানা গিয়েছে ৷ যাদবপুরের প্রথমবার সাংসদ চক্রবর্তী এদিন বিকেলে রাজ্য বিধানসভায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। তিনি বলেন, আজ আমি আমাদের দলের সুপ্রিমোর সঙ্গে দেখা করেছি। আমি ১৩ ফেব্রুয়ারি তার কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছিলাম। আমি এত বছরে বুঝেছি যে রাজনীতি আমার চায়ের কাপ নয়। নিয়ম মেনে লোকসভার অধ্যক্ষের কাছে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র জমা দেওয়ার কারণ জানতে চাওয়া হলে মিমি চক্রবর্তী বলেন, তৃণমূলের কাছ থেকে সম্মতি পেলেই তা স্পিকারের কাছে জমা দেব। উল্লেখ্য, সোমবার মিমি চক্রবর্তী ভাঙড়ের ২ নম্বর ব্লকের নলমুড়ি ব্লক হাসপাতাল ও জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন ৷ এই খবর প্রকাশ্যে আসতেই জল্পনা তৈরি হয় ৷ এরপর মঙ্গলবার সংসদের দু’টি স্ট্যান্ডিং কমিটি থেকেও ইস্তফা দেওয়ার খবর সামনে আসে। এ নিয়ে তৈরি হয় নানা জল্পনা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct