আপনজন ডেস্ক: দীর্ঘদিন অসুস্থ থাকার পর চির বিদায় নিলেন ভগবানগোলার বিধায়ক ও প্রাক্তন সাংসদ বিশিষ্ট সংখ্যালঘু নেতা ইদ্রিশ আলি। (ইন্না লিল্লাহি ওয়অ িইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যু কারে তাঁর স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রকে রেখে যান। শুক্রবার বোরে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বযস হযেছিল ৭৩ বছর। ১৯৫০ সালের ৩০ ডিসেম্বর হুগলির গোঘাট থানা এলাকার ভারকুণ্ডা গ্রামে তার জন্ম। তার পিতা আবদুল আজিজের ছিল বেকারি ব্যবসা। সেই সুবাদে কলকাতার রিপন স্ট্রিটে বেকারি ব্যবসা সূত্রে ইদ্রিশ আলিও কলকাতায় রিপন স্ট্রিটে আসেন। সেখানেই তিনি থাকতেন। তার বাবার মৃত্যুর পর তিনিই বেকারি ব্যবসার হাত ধরেন। দীর্ঘদিন তিনি বেকারি সংগঠনের অন্যতম প্রধান নেতা ছিলেন। এমনকী বেশ কয়েক বছর ধরে তার বেকারি ব্যবসা বন্ধ থাকলেও তাকে বেকার সংগঠনের শীর্ষ পদে রেখে দেন বেকারি মালিকরা।
পেশায় আইনজীবী ইদ্রিশ আলি ১৯৭০ সালে সেন্ট পলস করেজ থেকে বিএসসি পাশ করেন। তার পর ১৯৭৬ সারে সুরেন্দ্রনাথ কলেজ থেকে এলএলবি করেন। নিজের বেকারি ব্যবসার পাশাপাশি তিনি একাধারে কলকাতা হাইকোর্টে আইন প্রাকটিশ করেন, অন্যদিকে রাজনীতিতে নামেন কংগ্রেসের হাত ধরে। দীর্ঘদিন তিনি প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া অরাজনৈতিক সংগঠন অল ইন্ডিয়া মাইনোরিটি ফোরামের তিনি ছিলেন সভাপতি। তিনি কংগ্রেসে থাকাকালীন সোমেন মিত্রর অনুগামী হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে সুলতান আহমেদ তৃণমূলে যোগদান করার পর তিনি তৃণমূলে যোগ দেন।
তবে তিনি আইনজীবী হিসেব বিভিন্ন জনস্বার্থ মামলা করে খ্যাতি লাভ করেছিলেন। তাই তিনি প্রায়শই ছিলেন মিডিয়ার শিরোনামে।
একসময় ইসলাম বিরোধী লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে কলকাতায় যে বিশাল বিক্ষোভ সমাবেশ হয় তাতে নেতৃত্ব দিয়েছিলেন। সেই ঘটনায় আইন শৃঙ্খলার অবনতির কারণে তাকে ২০০৭ সালে জেলে যেতে হয়।
কংগ্রেসে থাকাকালীন তিনি বেশ কয়েকবার ভোটে দাাঁড়ারেও জিততে পারেননি। তৃণমূলে যোগদানের পর মুর্শিদাবাদেরর জলঙ্গি থেকে ২০১১ দাঁড়িয়েও জিততে পারেননি। পরে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ২০১৪ সালে বসিরহাট থেকে দাঁড় করালে তিনি জয়লাভ করেন। এরপর তাকে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা উপনির্বাচনে তাকে প্রার্থী করে তৃণমূল। তিনি জিতে যান। এরপর ২০২১ সালে ভগবানগোলা বিধানসভা থেকে তিনি তৃণমূরে প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন।
তার মৃত্যুতে তৃণমূলের পাশাপাশি রাজ্যের সংখ্যালঘু মহলে শোকের ছায়া নেমে এসেছে। আজ পার্কসার্কাসের গোবরা কবরস্থানে মরহুম ইদ্রিশ আলিকে দাফন করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct