সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: কলকাতার ধর্মতলায় আন্দোলন করতে গিয়ে গ্রেফতার করা ৪০ জন আশা কর্মীর নিঃশর্ত মুক্তি ও আশা কর্মীদের ভাতা নয় বেতন দেওয়ার দাবীতে বাঁকুড়ার জয়পুরে স্বাস্থ্য কেন্দ্র, থানা, বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ করল আশা কর্মীরা । আর ভাতা নয়, সরকারী স্বাস্থ্য কর্মীর মর্যাদা দিয়ে বেতন ঘোষণার দাবীতে ধর্মতলায় আন্দোলন করতে গিয়ে গতকাল গ্রেফতার হওয়া ৪০ জন আশাকর্মীর নি:শর্ত মুক্তির দাবীতে ও বেতনের দাবীতে আজ বাঁকুড়ার জয়পুরে আছড়ে পড়ল আশা কর্মীদের বিক্ষোভ। বিুধবার জয়পুরে আশা কর্মীরা স্থানীয় বিডিও অফিস, থানা, স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখানোর পর জয়পুরের কৃষক বাজারের সামনে বিষ্ণুপুর কোতুলপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়।আশা কর্মীদের মাসিক সরকারী ভাতা নয়, সরকারী কর্মী হিসাবে স্বীকৃতি দিয়ে তাঁদের বেতন কাঠামো ঘোষণার দাবীতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে এ রাজ্যের আশা কর্মীরা। গতকাল সেই দাবীকে সামনে রেখেই কলকাতায় ধর্মতলায় আন্দোলন শুরু করেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আশা কর্মীরা। আশা কর্মীদের দাবী সেখান থেকে পুলিশ অন্যায় ভাবে আশা কর্মী সংগঠনের রাজ্য সম্পাদিকা সহ মোট ৪০ জনকে গ্রেফতার করে। এই ৪০ জনকে নি:শর্ত মুক্তি দেওয়ার দাবীতে আজ সকাল থেকে সোচ্চার হয় পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। থানা, বিডিও অফিস, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখানোর পাশপাশি তাঁরা কৃষক বাজার মোড়ের কাছে বিষ্ণুপুর কোতুলপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীদের দাবী আশা কর্মীদের দিয়ে স্বাস্থ্য দফতরের যাবতীয় কাজ করানো হয়। অথচ তাঁদের না আছে সরকারী কর্মীর মর্যাদা না আছে বেতনের ব্যবস্থা। সামান্য ভাতার বিনিময়ে দিনের পর দিন তাঁদের কাজ করতে বাধ্য করা হচ্ছে। অবিলম্বে এই পরিস্থিতির বদল না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলন এমনকি প্রয়োজনে লাগাতার কর্মবিরতির হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী আশা কর্মীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct