আজিম শেখ, বীরভূম, আপনজন: প্রায় এক লক্ষ সাল পাতা দিয়ে তৈরি হয়েছে সরস্বতী পূজা মন্ডপ। বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত কোটাসুর সোনালী সংঘের ২৩ তম বর্ষে এই মন্ডপটি তৈরি করেছে পুজো উদ্যোক্তারা নিজেই। আর এই চিত্র উঠে এলো বুধবার দুপুর ১২ টা নাগাদ। মূলত ময়ূরেশ্বরের সোনালী সংঘ বিভিন্ন বছর বিভিন্ন রকম থিম উপহার দিয়েছে এলাকাবাসীকে, কখনো এই পূজা মণ্ডপে থিম ফুটিয়ে তোলা হয়েছে কুমোর পাড়ার গরুর গাড়ি, কখনো প্যারিসের আইফেল টাওয়ারের ন্যায় পূজা মন্ডপ, তৈরি করা হয়েছে থার্মোকল দিয়ে বিয়েবাড়ি আদলে টোপরের পূজা মন্ডপ। কখনও পূজা উদ্যোক্তারা নিজে হাতে তৈরি করেছেন বাদামের মহাসরস্বতী। আর এই বছর অর্থাৎ ২০২৪ সালের ২৩ তম বর্ষে কয়েক লক্ষ শাল পাতা দিয়ে তৈরি করা হয়েছে সোনালি সংঘের পূজা মন্ডপ। চলতি বছরে থিমের নামকরণ করা হয়েছে ‘পত্র কুটিরে বাগদেবী’ । আর এই পূজা মণ্ডপে জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জমায়েত হয়েছে মানুষজন। তবে কেনই বা এই পুজো মণ্ডপ এ বছর সালপাতা দিয়ে তৈরি করা হলো সে নিয়ে বিস্তারিত জানিয়েছেন পূজো উদ্যোক্তারা। সরস্বতী পূজা মানেই অন্যরকম মেজাজ ফিরে আসে যুব সমাজের কাছে। ঠিক সেই মত বিভিন্ন জায়গা থেকে যুবসমাজ জমায়েত হয়েছে এই পূজা মন্ডপে। ঠিক সেই রকমই পুজো মণ্ডপ দর্শন করতে এসেছে পিউ দাস, তিনি জানিয়েছেন “সরস্বতী পূজা মানেই কোটাসুর সোনালী সংঘ। এখানে আমি প্রত্যেক বছর আসি ও আগামী দিনেও আসব।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct