সুব্রত রায়, কলকাতা, আপনজন: বিজেপি নেতা সুকান্ত মজুমদারের হোটেল বন্দি প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বলেন, বিশৃঙ্খলা হবার সম্ভাবনা থাকলে পুলিশ প্রশাসন তো ব্যবস্থা নেবেই। আমরাও বিরোধী হিসেবে আন্দোলন করতে গিয়ে লাঠি খেয়েছি। মমতা পুলিশকে অনেক বেশি সংযত রেখেছেন। আন্দোলন করতেই পারেন যে কেউ। পুজোর দিনে বাচ্চাদের আনন্দ বিসর্জন করে তারা আন্দোলন করতেই পারেন। মানুষ এর বিচার করবেন, মন্তব্য শোভন দেবের। আদালতে ১৪৪ ধারা প্রসঙ্গে শোভন দেব চট্টোপাধ্যায় বলেন,আদালত যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেননি। নির্দিষ্ট জায়গায় করতে বলেছেন। সারা জায়গা জুড়ে ১৪০ করার বিরোধিতা করার প্রয়োজন নেই।আমরা চাই ওখানে শান্তি ফিরে আসুক। যে সব মানুষেরা বঞ্চিত হয়েছেন জমি কেড়ে নেওয়া হয়েছে, বলে খবর, তাদের ন্যায্য পাওনা ফিরে পাক তারা।বহরমপুরে কাঁদানে গ্যাসে মৃত্যু প্রসঙ্গে শোভন দেব বলেন,না কাঁদানে গ্যাসের কারণে মৃত্যু হতে পারে না। আমিও কাঁদানে গ্যাস খেয়েছিলাম ২১ শে জুলাই ।পরে সুস্থ হয়ে গেছি। হয়তো শারীরিক কারণে দুর্বল ছিল, তাই মৃত্যু হয়েছে। এটা একটা কো ইনসিডেন্ট মাত্র।সন্দেশখালিতে বিজেপি ও সিপিএমের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী শোভন দেবের মন্তব্য সেদিন চ্যানেলে দেখছিলাম সন্দেশখালির মহিলারা বলছেন জোর করে সিপিএম বিজেপির মিছিলে নিয়ে যাওয়া হয়েছে। এখন দরিদ্র মানুষেরা কোনদিকে যাবে। ওরা সাহারা চাইছে। আমি মনে করি শেষ সাহারা মমতা বন্দ্যোপাধ্যায়ই দেবেন, সাংবাদিকদের কাছে জোরের সঙ্গে দাবি করেন মন্ত্রি শোভন দেব চট্টোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct