সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে কোলকাতায় আন্দোলনরত সহকর্মীদের হেনস্থার প্রতিবাদ জানাতে বীরভূম জেলার আশা কর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন বীরভূমের সদর শহর সিউড়িতে। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের বীরভূম জেলা শাখার পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয় বলে জানা গেছে।উল্লেখ্য গত সোমবার ধর্মতলায় আশা কর্মী, আইসিডিএস এবং পৌর-স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছিলেন সে সময় তাদের হেনস্থা ও আটক করা হয় পুলিশের পক্ষ থেকে বলে অভিযোগ আশা কর্মীদের। সেদিন প্রায় ৩০ জন নেতৃত্বদানকারী আশা কর্মীকে গ্রেফতার করে পুলিশ বলে অভিযোগ। ন্যায্য দাবি চাওয়ার আন্দোলন করতে গিয়ে সহকর্মীদের হেনস্থা করা হয়েছে। তারই প্রতিবাদ জানাতে বীরভূম জেলা আশা কর্মীরা কর্মবিরতি পালন করেন এবং একটি বিক্ষোভ মিছিল করে সিউড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে প্রতিকি পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এদিন দাবি তোলা হয়, কলকাতায় আন্দোলনরত যে সমস্ত কর্মীদেরপুলিশ গ্রেপ্তার করেছে তাদের নিঃশর্তে মুক্তি দিতে হবে এবং আশা কর্মীদের ভাতা বৃদ্ধি করতে হবে।উক্ত দাবি নিয়ে এই কর্মসূচি বলে জানান বীরভূম জেলা আশা কর্মী ইউনিয়নের সেক্রেটারি আয়েশা খাতুন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct