নিজস্ব প্রতিবেদক, হাড়োয়া, আপনজন: আইডিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা ২০২৩-এর জেলা স্তরের কৃতীতের সম্মানিত করা হল বুধবার। উত্তর ২৪ পরগনার বারোটি সেন্টারে প্রায় ১২০০ পরীক্ষার্থী এই ট্যালেন্ট সার্চ পরীক্ষা দিয়েছিল। এই পরীক্ষা কেন্দ্রে যারা পরীক্ষা কেন্দ্রস্তরে ক এবং জেলা স্তরে স্থান করেছে তাদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় বসিরহাটের বন্ধন হলে । প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে মেমেন্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। মেধা অন্বেষণ পরীক্ষা সম্পর্কে শিশু ভবনের এর কর্নধার বলেন, েএটি এমন একটি মেধা অন্বেষণ পরীক্ষা যা পরিপূর্ন স্বচ্ছতা বজায় রেখে যথা সময়ে তার সমস্ত কাজ সম্পন্ন করে থাকে যেমন ফর্ম পূরণ, পরীক্ষা গ্রহণ, ফল প্রকাশ, পুরস্কার প্রদান সহ যাবতীয় কাজের বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি আরও বলেন এই পরীক্ষার সিলেবাস ছাত্র ছাত্রীদের জন্য একেবারে উপযোগী কারণ এর প্রশ্ন করা হয় সমগ্র সিলেবাস থেকে ফলে বিদ্যালয়ের পঠন পাঠনে কোনো ব্যাঘাত সৃষ্টি হয় না। আরো অনেক মেধা অন্বেষণ পরীক্ষা হচ্ছে তাতে তাদের নির্দিষ্ট বই পড়তে হয় পরীক্ষার্থীদের ফলে সেই বইয়ের পড়া করতে গিয়ে ক্লাসের স্বাভাবিক পঠন পাঠন ব্যাহত হয়। আইডিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা এক্ষেত্রে ব্যতিক্রম, এইটা তিনি খুব পছন্দ করেন বলে অভিমত ব্যক্ত করেন। তিনি আরো বলেন ছাত্র-ছাত্রীদের মাঝে নৈতিকতার বিকাশে ধর্মীয় বিষয়ের যে দিকগুলি সাহায্য করে থাকে তা সিলেবাস থেকে অনেক আগেই বাদ পড়ে গেছে ফলে নৈতিকতা বিকাশের তেমন কোনো মাধ্যম পড়ানোর সুযোগ নেই। অনুষ্ঠানে রাজ্য সম্পাদকের বক্তব্য রাখতে গিয়ে শেখ মোস্তফা জামান বলেন, আজকের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের কেবল টাকার মেশিন তৈরি করার পাঠ্যক্রম পড়ানো হচ্ছে, তাই শিক্ষক-শিক্ষিকাদের বিরাট দায়িত্ব রয়েছে এই পাঠ্যক্রমের মধ্যদিয়েই নৈতিকতা বিকাশের সুযোগ খুঁজে তা সদ্ব্যবহার করার। ভেবিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কল্যাণী মুখার্জি অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন কেবল সন্তানদের ভালো প্রতিষ্ঠানা ভর্তি করে দিয়ে নিশ্চিন্তে বসে থাকবেন না। বরং প্রতিনিয়ত তার খোঁজ নেবেন কি পড়ছে, কেমন পড়ছে, কার সাথে বন্ধুত্ব করছে, কাদের সাথে ঘোরাফেরা করছে। এসবের খোঁজ না রাখলে হয়ত বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে যখন করার কিছু থাকবেনা। এছাড়া ও মোবাইল এর ব্যবহার নিয়ন্ত্রণে রাখার কথা তিনি বলেন। ITS এর রাজ্য কনভেনর ড. আমিনুল ইসলাম বলেন মেধা সকলের মধ্যেই বিদ্যমান থাকে সমান ভাবে যারা সেই মেধাকে পরিচর্যা করে তারাই সফলতা অর্জন করতে পারে। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা আখারপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিন আহমদ, জেলা সভাপতি আয়ুব হোসেন, প্রাক্তন জেলা সভাপতি গোলাম হোসেন ও আনোয়ার হোসেন, শিক্ষক সাজ্জাদ হোসেন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করেন ইফতিকার হাবিব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct