আপনজন ডেস্ক: সাউথ অস্ট্রেলিয়ার বোলাররা বল করছেন আর তা কুইন্সল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাট ছুঁয়ে আশ্রয় নিচ্ছে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে। আজ অ্যাডিলেডের কারেন রোল্টন ওভালে এমন দৃশ্য দেখা গেল ৮ বার। আর এতেই মার্শ কাপের ম্যাচটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়া জাতীয় দলের উইকেটকিপার ক্যারি। অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট মার্শ কাপ। সেই টুর্নামেন্টেই আজ কুইন্সল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ক্যারির সাউথ অস্ট্রেলিয়া। ক্যারির চুম্বক হয়ে যাওয়া গ্লাভসের সৌজন্যে কুইন্সল্যান্ডকে ২১৮ রানে অলআউট করে লক্ষ্যটা ৪৪.১ ওভারেই পেরিয়ে যায় সাউথ অস্ট্রেলিয়া। দলটির পেসার জর্ডান বাকিংহাম ৪১ রানে পেয়েছেন ৬ উইকেট। বাকিংহামের বলেই ৫টি ক্যাচ নিয়েছেন ক্যারি।ইতিহাসের তৃতীয় উইকেটকিপার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ইনিংসে ৮টি ক্যাচ নিলেন ক্যারি। ১৯৮২ সালে ইংল্যান্ডের বেনসন অ্যান্ড হেজেস কাপে কম্বাইন্ড ইউনিভার্সিটির বিপক্ষে ৮টি ক্যাচ নিয়েছিলেন সমারসেটের ডেরেক টেলর।১৯ বছর পর ২০০১ সালে ইংল্যান্ডেরই চেল্টেনহাম ও গ্লস্টার ট্রফিতে হার্টফোর্ডশায়ারের বিপক্ষে ৮ ক্যাচ নিয়ে টেলরের রেকর্ড ছুঁয়ে ফেলেন উস্টারশায়ারের জেমস পাইপ। এরপর আজ তৃতীয় উইকেটকিপার হিসেবে ক্যারির ৮ ক্যাচ নেওয়ার এই কীর্তি।প্রথম শ্রেণির ক্রিকেটেও রেকর্ডটা ৮ ক্যাচের। ইনিংসে সর্বোচ্চ ৮ ক্যাচ নেওয়ার উদাহরণ আছে ১০টি। এ রেকর্ডে আছে বাংলাদেশের এক উইকেটকিপারের নামও। ২০০৫-০৬ মৌসুমের জাতীয় ক্রিকেট লিগে ঢাকা বিভাগের বিপক্ষে এক ইনিংসে ৮টি ক্যাচ নিয়েছিলেন সিলেটের গোলাম মাবুদ।স্বীকৃত টি-টোয়েন্টির রেকর্ডটা উপুল ফার্নান্ডোর। ২০০৫-০৬ মৌসুমে মুরস স্পোর্টস ক্লাবের বিপক্ষে লঙ্কান ক্রিকেট ক্লাবের এই উইকেটকিপার নেন ৭টি ক্যাচ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct