আপনজন ডেস্ক: প্রথাগত কথা তিনি কমই বলেন। ক্রিকেটটাও খেলেন প্রথাগত ধরন ভেঙেচুরে। ১০০ টেস্টের মাইলফলক ছোঁয়ার আগেও বেন স্টোকস তাঁর ধারাবাহিকতা রক্ষা করলেন। তাঁর কাছে এই বিশেষ ম্যাচ শুধুই সংখ্যা। আর এটা তিনি ১০০ টেস্ট খেলার মাহাত্ম্য বুঝেই বলেছেন।তাঁর ১০০তম টেস্টের আগে তাঁকে নিয়ে কথা বলেছেন সতীর্থ ওলি পোপও। স্টোকসের সহকারীর মতে, স্টোকস খেলাটাকেই পরিবর্তন করে দিয়েছেন। তবে ইংলিশ অধিনায়ক এসবে গা ভাসাননি। বিবিসিকে স্টোকস বলেছেন, ‘প্রতিটি টেস্টই পরের টেস্টের সমান গুরুত্বপূর্ণ। এরপর আরেকটি টেস্ট আসবে, যেটা ১০১তম টেস্ট হবে। ক্যারিয়ারটা যে অনেক লম্বা সেটিরওই প্রমাণ এটি। কিন্তু ৯৯, ১০০ কিংবা ১০১-এ কী আসে যায়। এটা তো শুধু একটি সংখ্যাই। তবে এতে আবার বুঝে নিয়েন না যে আমি যে সুযোগ পেয়েছি, তা নিয়ে সন্তুষ্টি নেই। কিন্তু মাইলফলকের ক্ষেত্রে শেষ হওয়ার আগে শেষ নেই।’ স্টোকসের অভিষেক ২০১৩ সালে অ্যাডিলেডে। ইংল্যান্ডের ১৬তম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলতে যাচ্ছেন স্টোকস। বর্তমান দলে ১০০ টেস্ট খেলা ক্রিকেটার আছেন দুজন—রুট ও জেমস অ্যান্ডারসন। চোটের কারণে চলতি সিরিজে ব্যাটসম্যান হিসেবে খেলা স্টোকস ৯৯ টেস্টে রান করেছেন ৬২৫১, উইকেট নিয়েছেন ১৯৭টি। গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর স্টোকস তৃতীয় ক্রিকেটার, যাঁর ৬০০০ রান ও ২০০ উইকেট আছে। টেস্টে ছক্কা মেরেছেন ১২৮টি, যা সর্বোচ্চ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct