আপনজন ডেস্ক: গুজরাতের গান্ধিনগর জেলায় এক দলিত বরকে ঘোড়ায় চড়ে বিয়ের শোভাযাত্রায় নিয়ে যাওয়ার ঘটনা মারাত্মক পরিণতি ডেকে আনে। বিয়ের অনুষ্ঠান চলাকালীন বর্ণবিদ্বেষী এক ব্যক্তি একটি মোড়ে দলিত বরকে মারধর করে। এই ঘটনার লাইভ ফুটেজ ধরা পড়েছে ক্যামেরায়। কালোল পুলিশ তৎক্ষণাৎ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং নৃশংসতা আইনের অধীনে একটি দলিত বরকে ঘোড়ায় চড়াতে বাধা দেওয়া এবং তাকে মারধর করার জন্য মামলা দায়ের করে।
জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি বিকেলে গান্ধিনগর জেলার মানসা তালুকের চানাসমা গ্রামে এই ঘটনা ঘটে। কানহাইয়ালাল এক সংবাদমাধ্যমের কাছে সাথে এই ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, এটি তার ছেলে বিকাশের বিয়ের অনুষ্ঠানের সময় ঘটেছিল। তাঁর ভাইপো সঞ্জয় চাভদা এই বিষয়ে একটি এফআইআর দায়ের করেছেন।ঘটনার বর্ণনা দিতে গিয়ে সঞ্জয় চাভদা বলেন, ‘এটা আমার খুড়তুতো বোন বিকাশের বিয়ে। বিয়ের শোভাযাত্রা আমাদের বাড়ি থেকে বেরিয়েছিল, প্রায় ১০০ জন লোক অংশ নিয়েছিল। মিছিলটি নববধূ চাঁদনীর বাড়ির দিকে এগোতেই মোটরসাইকেলে করে এক ব্যক্তি এসে হাজির। তিনি ঘোড়ার উপর বসে থাকা বিকাশের কাছে থামলেন এবং জোর করে তাকে তার কলার ধরে টেনে নামিয়ে দিলেন, প্রক্রিয়াটিতে তাকে চড় মারলেন। আমাদের কাছে ঘটনার ভিডিও প্রমাণ রয়েছে এবং স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন শৈলেশ ঠাকোর, জয়েশকুমার জীবন ঠাকোর, সমেরকুমার দীনেশ ঠাকোর এবং অশ্বিন কুমার ঠাকোর, ঠাকোর সম্প্রদায়ভুক্ত। নিজেদের ক্ষত্রিয় বলে মনে করেন।। এর আগেও এমন বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে। ২০১৯ সালের মে মাসে গুজরাটের মেহসানায় এক দলিত ব্যক্তিকে ছুরিকাঘাত করার পরে পুরো দলিত সম্প্রদায় সামাজিক বয়কটের মুখোমুখি হয়েছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct