আপনজন ডেস্ক: পঞ্জাব ও হরিয়ানার শম্ভু সীমান্ত এলাকায় অবস্থানরত কৃষকদের উপর টিয়ার গ্যাসের সেল ফাটাল পুলিশ ৷ বুধবার আন্দোলনকারী কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানের দ্বিতীয় দিনে হাজার হাজার বিক্ষোভকারী এই সীমান্তে অবস্থান করেছিলেন ৷ সেই সময় হরিয়ানা পুলিশ কৃষকদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ফাটায় বলে জানা গিয়েছে ৷ হরিয়ানার জিন্দ জেলার ডাতা সিংওয়ালা-খানৌরি সীমানাতেও একই রকমের অচলাবস্থা চলছে ৷ সেখানে কৃষকদের তাঁদের ট্রাক্টর ও ট্রলি নিয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা আটকাতে ব্যারিকেড করে দিয়েছে পুলিশ প্রশাসন ৷
দিল্লি চলো’ অভিযানে অংশ নিতে পঞ্জাবের বেশ কয়েকটি জায়গা থেকে কৃষকরা শম্ভু সীমানায় এখনও নিয়মিত আসছেন ৷ পাঞ্জাবের পাশে জাতীয় সড়কের ধারে প্রচুর সংখ্যক ট্রাক্টর-ট্রলি দাঁড় করিয়ে রেখেছেন কৃষকরা ৷ প্রতিবাদী কৃষকরা, ফসলের ন্যূনতম সমর্থন মূল্যের (এমএসপি) আইনি নিশ্চয়তার দাবি তুলেছেন ৷ জানা গিয়েছে, কৃষকরা হরিয়ানা সীমান্তে একাধিক স্তরে দেওয়া ব্যারিকেডগুলিকে ভেঙে এগোনোর চেষ্টা করেছিলেন ৷ সেই সময় পুলিশ তাঁদের সরাতে কাদানে গ্যাসের সেল ফাটায় ৷ তবে, তারপর থেকে আর কোনও প্রচেষ্টা কৃষকদের তরফে হয়নি ৷মঙ্গলবার, ‘দিল্লি চলো’ অভিযানের প্রথম দিনে, শম্ভু এবং দাতা সিংওয়ালা-খানৌরি সীমানায় সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারী কৃষক ও পুলিশ কর্মী আহত হয়েছেন ৷ তবে, আন্দোলনকারী কৃষকরা জানিয়েছেন, তারা জাতীয় রাজধানীতে এই অভিযান নিয়ে যেতে বদ্ধপরিকর ৷ এমনকী শম্ভু সীমানায় অসংখ্য যুবক ও কৃষক তাদের ট্রাক্টরকে প্রস্তুত করছেন ৷ অন্যদিকে বুধবার তিন কৃষক নেতা ও গোয়েন্দা আধিকারিকদের মধ্যে বৈঠকে অংশ নেওয়া পঞ্জাব সরকারের আধিকারিকরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দোলনরত কৃষক নেতা ও কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। পাঞ্জাবের গোয়েন্দা আধিকারিকরা শম্ভু অবরোধের কাছে রাজপুরার একটি হোটেলে তিন কৃষক নেতার সঙ্গে দেখা করে কেন্দ্রীয় সরকারের তরফে একটি বার্তা দিয়ে জানান, জগজিৎ সিং ডালেওয়াল এবং সারওয়ান সিং পান্ধের বৃহস্পতিবার চণ্ডীগড়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct