আপনজন ডেস্ক: লোকসভার সঙ্গে দীর্ঘদিনের সংস্রব ছেড়ে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি এবার রাজ্যসভায় আসতে চলেছেন। শারীরিক অসুস্থতার দরুন লোকসভা ভোটে দাঁড়ানোর ঝক্কি না নিয়ে দলের সিদ্ধান্ত অনুযায়ী এবার তিনি রাজ্যসভার সদস্য হতে চলেছেন। সে জন্য অনেক ভাবনাচিন্তার পর রাজস্থানকে তিনি বেছে নিয়েছেন। এ রাজ্য থেকে এর আগে রাজ্যসভায় এসেছিলেন মনমোহন সিং। অসুস্থতার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী আর সংসদীয় রাজনীতিতে সক্রিয় অংশ নেবেন না।বুধবার সকালে সোনিয়া গান্ধী রাজস্থানের রাজধানী জয়পুর রওনা হন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ছেলে রাহুল গান্ধী ও রাজস্থানের দুই শীর্ষ নেতা অশোক গেহলট ও শচীন পাইলট উপস্থিত থাকবেন। রাহুল মাকে সঙ্গ দেবেন বলে এদিন ভারত জোড়ো ন্যায় যাত্রা বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবারই তিনি ভারত জোেো ন্যায় যাত্রায় স্থগিত করে ছত্তিশগড় থেকে দিল্লি চলে আসেন।২৭ ফেব্রুয়ারি সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার মোট ৫৬ আসনে নির্বাচন। ১৫ রাজ্য থেকে এই আসনগুলো খালি হচ্ছে। এই ৫৬ আসনের মধ্যে কংগ্রেস ৯ থেকে ১০টি আসন জিততে পারে। রাজস্থান থেকে খালি হচ্ছে দুটি আসন। তার একটি থেকে নির্বাচিত হয়েছিলেন মনমোহন সিং।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct