আপনজন ডেস্ক: আগামী ২১ ফেব্রুয়ারি পাঞ্জাব সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। ভগবন্ত মানের পাশাপাশি আম আদমি পার্টির প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালেরও এই বৈঠকে থাকার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী স্বর্ণমন্দিরে গিয়ে সেখানে পুজো দিতে পারেন বলে নবান্ন সূত্রে খবর।প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার স্পষ্ট করে দিয়েছিলেন যে আসন্ন লোকসভা নির্বাচনে তাঁরা পশ্চিমবঙ্গে “একলা হাঁটবেন”। সিপিএমের সঙ্গে হাত মেলানো এবং তৃণমূলের আসন ভাগাভাগির প্রস্তাব প্রত্যাখ্যান করায় কংগ্রেসের সমালোচনাও করতে শোনা যায় মমতাকে।এই সিদ্ধান্তের পরে এবং আপ পাঞ্জাবে কংগ্রেসের সাথে আসন সমঝোতার কোনও সম্ভাবনা নাকচ করে দেওয়ার পরে, এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কংগ্রেস ও সিপিএমকে ছাড়াই বৈঠকে বিকল্প ফ্রন্টের কথা বলা হতে পারে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct