রঙ্গিলা খাতুন, বহরমপুর, আপনজন: মঙ্গলবার বহরমপুরের টেক্সটাইলে সন্দেশখালির ঘটনার নিয়ে উত্তাল বহরমপুর, সিপিএমের বিক্ষোভে পুলিশের কাঁদানে গ্যাস। বিক্ষোভ মিছিল ঘিরে রণক্ষেত্রের চেহারা নিতে শুরু করে গোটা এলাকা। মিছিলে বাঁধা চলল ইট বৃষ্টি আক্রান্ত বাম কর্মী। এছাড়াও আক্রান্ত হয়েছেন পুলিশ অফিসারও জানা গিয়েছে শ্রমিক কৃষক খেতমজুরদের পক্ষ থেকে জরুরী ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলাশাসকের দপ্তর অভিযান করে আইন অমান্য ও জেলভরো আন্দোলনে সামিল হয় সিপিএম সহ বাম শরীক সংগঠন। মহম্মদ সেলিমের নেতৃত্বে বহরমপুরের পঞ্চাননতলা থেকে মিছিল শুরু হয়ে টেক্সটাইল মোড়ে এসে শেষ হওয়ার আগে মিছিলে বাধা দেয় বহরমপুর পুলিশ প্রশাসন। পুরো এলাকা বাঁশ দিয়ে ঘিরে ফেলা হয় এদিন পতাকা হাতে নিয়ে, স্লোগান দিতে দিতে যখন কর্মীরা এগিয়ে যাচ্ছিলেন সেই সময় পোস্ট অফিস মোড়ের কাছে পুলিশ তাঁদের বাধা দেয়। মিছিল রুখতে রীতিমতো শুরু হয় সিপিএম সমর্থকদের সাথে পুলিশের ধসাধস্তি। লাঠিচার্জ করে পুলিশ যার ফলে একে আপরের আঘাতপ্রাপ্ত হয়। মিছিল বাঞ্চাল করতে ছোড়া হয়ে কাঁদানে গ্যাস। ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় বহরমপুরে। পুলিশের সঙ্গে বামেদের ধস্তাধস্তির ছবি দফায় দফায় উঠে আসে সংবাদমাধ্যমে। দীর্ঘক্ষণ এই পরিস্থিতি চলতে থাকে। ঘটনাটিতে আহত হন বেশ কয়েকজন বাম কর্মী। তাঁদের বহরমপুর মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পাশাপাশি আক্রান্ত হয়েছে পুলিশ অফিসার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct