এম মেহেদী সানি, বসিরহাট, আপনজন: উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটের ভবানীপুরে হিলফুল ফুজুল স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো সম্প্রীতি সভা, গুণীজন সংবর্ধনা, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ৷ উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফ হোসেন বোখারী ফাউন্ডেশন এর কর্ণধার পীরজাদা নাজিম উদ্দিন হোসাইন, জেলা ইমাম কো-অর্ডিনেটর পানিগোবরা দরবার শরীফের আজিজিয়া ফাউন্ডেশনের সম্পাদক পীরজাদা মাওলানা হাসানুজ্জামান, খ্রিস্টান ধর্মের ধর্মগুরু সঞ্জীব বিশ্বাস, বুড়ির পুকুর মাদ্রাসার মুহতামিম রওশন আলম মাজহারি, ভবানীপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াকুব আলী প্রমুখ ৷ এদিন উপস্থিত একাধিক ধর্মের ধর্মগুরুরা এবং বিশিষ্টজনেরা বক্তব্য রাখতে গিয়ে দেশের সাম্প্রদায়িক সহিংসতার উদাহরণ তুলে ধরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সম্প্রীতির বার্তা দেন ৷ হিলফুল ফুজুল স্বেচ্ছাসেবী সংস্থার সেবামূলক কর্মসূচি নিয়ে সন্তোষ প্রকাশ করেন পীরজাদা নাজিম উদ্দিন হোসাইন থেকে মাওলানা হাসানুজ্জামান সহ উপস্থিত সকলেই পাশাপাশি আগামী দিনে পিছিয়ে পড়া সমস্ত শ্রেণীর মানুষের জন্য কাজ করার পরামর্শও দেন ৷ সংগঠনের পক্ষ থেকে বিশেষ ভূমিকা রাখে মাওলানা আব্দুস সালাম, পীরজাদা মাওলানা ফারুকুজ্জামান, আলিমুদ্দিন মিয়া, নাজিম উদ্দিন প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct