নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: মঙ্গলবার পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘরে জাতীয় সাহিত্য ও সংস্কৃতি উৎসব ২০২৪ অনুষ্ঠিত হল। ‘ভিশন অফ বেঙ্গল’ সংস্থার পক্ষ থেকে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতিদের সম্মাননা ও পুরস্কারে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে ডঃ কাজী মুজিবর রহমানের ‘বাংলা সমাজ ও সাহিত্যে ইসলাম চর্চা’ গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশিষ্ট কবি সুবোধ সরকার মহাশয়। একই সঙ্গে বাংলা প্রবন্ধ সাহিত্যে বিশেষ অবদানের জন্য ডঃ কাজী মুজিবর রহমানকে ‘রবীন্দ্র স্মারক সম্মানে’ সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত প্রাক্তন ক্রিকেটর সম্বরণ বন্দ্যোপাধ্যায়, সরোদ বাদক পণ্ডিত দেবোজ্যোতি বোস প্রমুখ। মুজিবর রহমান মুসলমান ঐতিহ্য ও সংস্কৃতির শিকড় সন্ধানের প্রতি বিশেষ আগ্রহী। ‘অনুষ্টুপ’ ‘ইতিকথা’, ‘নিবোধত’, ‘এবং প্রান্তিক’, ‘উদার আকাশ’ প্রভৃতি পত্র-পত্রিকায় মুজিব-এর নানা গবেষনা মূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তাঁর গ্রন্থে বাংলার সমাজ ও সাহিত্যে মহাবিদ্রোহ থেকে দেশ ভাগ কালিন সময় সীমায় মুসলিম অবদান, হিন্দু ও মুসলমানের সদ্ভাব-সংঘাত, ইসলামি তত্বকথার চর্চা সার্থক ভাবে ফুটে উঠেছে। কবি সুবোধ ঘোষ তাঁর গ্রন্থের ভূয়সী প্রশংসা করেছেন। তাঁর এই সম্মাননা প্রাপ্তিকে সাধুবাদ জানিয়েছেন মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি অসিত কুমার চট্টোপাধ্যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct