সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: “সব দলের জামা পতাকা খুলে সকলে মিলে জোট বেঁধে গিয়ে এদের পিটিয়ে মেরে ফেলা উচিত। একটাকেও বাঁচিয়ে রাখা উচিত নয়”। সন্দেশখালির ঘটনা নিয়ে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির নেতা অমিয় পাত্রর এমন মন্তব্যে বিতর্ক। তৃণমূলের কটাক্ষ অমিয় পাত্র এক নম্বর হার্মাদ, তাঁর মুখে এমন কথা মানায় না। সন্দেশখালিতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার চালানো হয়েছে তা আমাদের দেশে বা ভূখন্ডে কোথাও রয়েছে তা কল্পনা করা যায়না। এখন উচিৎ সব দলের জামা পতাকা খুলে রেখে জোট বেঁধে গিয়ে অপরাধীদের পিটিয়ে মেরে ফেলা উচিৎ। এদের একটাকেও বাঁচিয়ে রাখা উচিত নয়। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্রর এমন মন্তব্যে নতুন করে তৈরী হল বিতর্ক। তৃণমূলের কটাক্ষ অমিয় পাত্র নিজেই এক নম্বর হার্মাদ। তাঁর মুখে এমন কথা মানায় না। এদিন সন্দেশখালি কান্ডে অভিযুক্ত শাহজাহান সহ অন্যান্য তৃণমূল নেতাদের গ্রেফতার ও মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবীতে বাঁকুড়ার জেলা শাসকের দফতরের সামনে আইন অমান্য করে বাম কৃষক, শ্রমিক ও ছাত্র সংগঠনগুলি। এই কর্মসূচীতে নেতৃত্ব দেওয়া অমিয় পাত্র সন্দেশখালি প্রসঙ্গে বলেন, “রাত বারোটার সময় মেয়েদের ডেকে পাঠানো হচ্ছে এমন ব্যবস্থা কোথাও আছে এটা আমরা ভাবতে পারি না। স্বামীরা জিজ্ঞাসা করতে গেলে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় এটা কোনো মানুষ ভাবতে পারে? সব দলের জামা পতাকা খুলে রেখে একসাথে জোটবেঁধে গিয়ে এদের পিটিয়ে মেরা ফেলা উচিৎ। একটাকেও বাঁচিয়ে রাখা উচিত নয়। তাহলেই এই মেয়েরা শান্তি পাবে। ভবিষ্যতে এমন করার কেউ সাহস পাবে না”। এরপরই অমিয় পাত্রর সংযোজন, আর এক মূহুর্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ক্ষমতায় থাকার অধিকার নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct