নিজস্ব প্রতিবেদক, আমডাঙ্গা, আপনজন: আমডাঙ্গা পঞ্চায়েতের প্রধান রূপচাঁদ মন্ডল কয়েক মাস আগেই প্রকাশ্যে বোমাবাজিতে খুন হয়েছেন তারপরেও আমডাঙায় প্রধানের উপরে চলছে আক্রমণ হুমকির ঘটনা। পরিস্থিতি একদমই বদল হয়নি দাবি বিরোধী দল বিজেপি ও আইএসএফের। মঙ্গলবার আমডাঙার সাধনপুর গ্রাম পঞ্চায়েতে হঠাৎ করেই এক দুষ্কৃতী অতর্কিত হানা দেয় অভিযোগ আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রধান অলোক বাগ কাছে দশ হাজার টাকা তোলা চাওয়া হয়। এবং টাকা না দিলে তাকে প্রাণনাশের হুমকি এমনকি রূপচাঁদের উদাহরণ দেওয়া হয়। এই ঘটনার যেরে উত্তাল গোটা আমডাঙ্গা। থমথমে সাধনপুর গ্রাম পঞ্চায়েত। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি ঘটনাটি আলোচনার মাধ্যমে মিটে গেছে। যদিও এই ঘটনা আদৌ ধামাচাপা দেওয়ার মতো নয় বলেই দাবি করেছেন প্রবীণ বিজেপি নেতা জয়দেব মান্না সহ অন্যান্য বিরোধীদল। ঠিক কি ঘটেছিল মঙ্গলবার প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করেই স্থানীয় এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে প্রধানের সঙ্গে বচসায় জড়িয়ে পরে। জানা যায় প্রধানের কাছে ১০ হাজার টাকা দাবি করে ওই যুবক তার সঙ্গে ছিল আগ্নেয়াস্ত্র এমনকি তাকে নাকি হুমকি দেওয়া হয় টাকা না দিলে রূপচাঁদের যেমন পরিস্থিতি হয়েছিল তারও সেই হাল হবে। প্রধান অলোকবাবু এব্যাপারে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। অলোক বাবু জানান আমডাঙ্গা পঞ্চায়েতের সভাপতি আনিসুর রহমান সহ অন্যান্য দলের নেতৃত্ব মিলে ঘটনাটি মিটিয়ে দিয়েছেন। তবে ঘটনাটি কি আদৌ মিটে যাওয়ার মতন ঘটনা মানতে নারাজ স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েতের উল্টোদিকেই একটি মুদি দোকানের ব্যবসায়ী জানান তারা খুবই আতঙ্কিত একই কথা পঞ্চায়েতের নিচে একটি সমবায় সমিতির কর্মরত মহিলার। সকলেই প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছে। দিনে দুপুরে পঞ্চায়েতের মতো জনবহুল এলাকায় কি করে হানা দিল ওই দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র নিয়ে কি করেই বা খোদ প্রধানকে হুমকি দিল এতে আশ্চর্য সকলেই। তবে তারা আরো আশ্চর্য সেই দুষ্কৃতিকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরেও নেতাদের সুপারিশে ছেড়ে দেওয়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম মনি তিনি তৃণমূল কংগ্রেসেরই কর্মী। এক ধাপ এগিয়ে বিজেপি নেতা জয়দেব মান্নার দাবি রূপচাঁদের উদাহরণকে সামনে রেখে এভাবেই চাপ সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন পঞ্চায়েতের প্রধানদের ওপর। আমডাঙ্গা তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এভাবেই প্রধানদের হাতের পুতুল বানিয়ে নিজেদের স্বার্থসিদ্ধির খেলায় নেমেছে। পুলিশের ভূমিকা নিয়েও ব্যাপক ক্ষোভ বিরোধীদের মধ্যে। কি করে এত বড় ঘটনার পরেও সেই দুষ্কৃতী থানা থেকে ছাড়া পেয়ে গেল এ নিয়ে প্রশ্ন তুলেছেন জয়দেব মান্না ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct