আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়ার কৃষনগরে কৃষকের ফসলের ন্যায্য মূল্য, সারের কালোবাজারি সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে এদিন কৃষ্ণনগরে আইন অমান্য আন্দোলনে নামল বাম সমর্থন। গোটা রাজ্যজুড়ে ই এই আইন অমান্য আন্দোলনের ডাক দেয় বামফ্রন্ট।জেলা সিআইটিইউ সংগঠনের পক্ষ থেকে জেলাশাসক দপ্তরের উদ্দেশ্যে একটি মিছিল বের করে সিআইটিইউ কর্মী সমর্থকরা একাধিক ব্যারিকেড এর মাধ্যমে বামেদের এই আইন অমান্য আন্দোলন রুখে দেওয়ার চেষ্টা করে। যদিও প্রথম ব্যারিকেট ভেঙে মিছিল জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেয়। তবে পুলিশের তৈরি করা দ্বিতীয় ব্যারিকেটে পৌঁছাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।পুলিশের সঙ্গে বাম কর্মীদের ধস্তাধস্তির পরে আহত হয় এক পুলিশ কর্মী। এস এম সাদী,সিআইটিইউ সম্পাদক এস এম সাদী বলেন,পঞ্চায়েত দুর্নীতি চাকরি দুনীতি সহ একাধিক দাবি নিয়ে জেলায় জেলায় সিআইটিইউ আইন অমান্য আন্দোলন চলছে।এই সরকারকে পরাস্ত করার জন্য আমরা আন্দোলন গড়ে তুলবো আইন অমান্য আন্দোলনআহত বেশ কয়েক জন তারা হাসপাতালে চিকিৎসাধীন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct