আপনজন ডেস্ক: সময় এখন শামার জোসেফের। গত দুই মাসে কী পাননি তিনি! অ্যাডিলেডে টেস্ট ক্রিকেটে প্রথম বলে উইকেট পেয়েছেন, সেটিও স্টিভ স্মিথের। অভিষেক ইনিংসেই পেয়েছেন ৫ উইকেট। তার আগে ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ১১ নম্বরে নেমে করেন ৩৬ রান। এরপর ব্রিসবেনে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে চোট নিয়ে বোলিং করে ৭ উইকেট নিয়ে ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতিয়েছেন ওয়েস্ট ইন্ডিজকে। এমন পারফরম্যান্সে স্বীকৃতি হিসেবে জানুয়ারি মাসে আইসিসির সেরা ক্রিকেটার হয়েছেন জোসেফ। আইসিসি আজ এক বিজ্ঞপ্তিতে মাসের সেরা ক্রিকেটার হিসেবে জোসেফের নাম ঘোষণা করেছে। জোসেফের সঙ্গে মাস সেরার সংক্ষিপ্ত মনোনয়নে পেয়েছিলেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও ইংল্যান্ডের ওলি পোপ। হ্যাজলউড জানুয়ারি মাসে টেস্টে নিয়েছেন ১৯ উইকেট। সেটিও মাত্র ১১.৬৩ গড়ে। সিডনি টেস্টে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে পাকিস্তানকে ধবলধোলাই করতে ভূমিকা রাখা অস্ট্রেলিয়ার পেসার অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নেন ৯ উইকেট। পোপ মাত্র একটি টেস্টের পারফরম্যান্স দিয়েই জায়গা পেয়েছিলেন সেরা তিনে। হায়দরাবাদে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন এই ইংলিশ ব্যাটসম্যান। পোপের সেই ইনিংসে ভর করেই ২৮ রানে জয় পায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি পেয়েছেন জোসেফ। সাদা বলের ক্রিকেটে কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও তাঁকে ভাবা হচ্ছে। এ ছাড়া সুযোগ পেয়েছে পিএসএল, আইপিএলের মতো টুর্নামেন্টেও। মাস সেরার স্বীকৃতি এসবের সঙ্গে নতুন সংযোজন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct