জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: সন্দেশখালির অমানবিক ঘটনার প্রতিবাদ সহ ১০০ দিনের কাজের বকেয়া টাকা, পুরুলিয়া উন্নয়ন পর্ষদ গড়ে তোলা, সমস্ত নিয়োগে দুর্নীতি মুক্ত ও জেলা ভিত্তিক প্যানেল করা, আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার সহ মোট ৪৫ দফা দাবিতে জেলা জুড়ে পদযাত্রার ডাক দিয়েছে ফরওয়ার্ড ব্লক। মঙ্গলবার সারা জেলা জুড়ে পদ যাত্রার প্রস্তুতি থাকলেও অকাল বৃস্টির কারনে স্থগিত রাখার সিদ্ধান্ত হয় পার্টির পক্ষ থেকে যা পরবর্তীতে ১ লা মার্চ পালিত হবে এই কর্মসূচি। কিন্তু দলীয় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনায় শেষমেশ বৃষ্টির মধ্যেই পদযাত্রায় সামিল হয় পুরুলিয়ার কোটশিলা এলাকার নেতা কর্মীরা। মিছিলের শুরুতেই সন্দেশখালীর ঘটনায় তীব্র ক্ষোভ উগরে অগ্ৰগামী মহিলা সমিতির জেলা সম্পাদিকা সুজাতা সিনহা। এদিন সকালে কোটশিলা ব্লকের দঙ্গল থেকে হাতে প্ল্যাকার্ড, দলীয় পতাকা, ফ্ল্যাক্স নিয়ে শুরু হয় পদযাত্রা। নেতৃত্ব দেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অসীম সিনহা, ঝালদা ২ লোকাল কমিটির আহ্বায়ক ধীরেন্দ্রনাথ মাহাতো, যুবলীগের রাজ্য সভাপতি দেবরঞ্জন মাহাতো, অগ্ৰগামী মহিলা সমিতির জেলা সম্পাদিকা সুজাতা সিনহা, যুবনেতা ধনঞ্জয় মাহাতো, ছাত্র ব্লকের নেত্রী প্রদীপশিখা মাহাতো প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct