জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের জেরে জঙ্গিদের হিট লিস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের গোয়েন্দা বাহিনীর রিপোর্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। রিপোর্ট অনুযায়ী, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অমিত দোভালেরও নাম আছে জঙ্গি সংগঠন জইশ-ই-মুহম্মদের এই হিট লিস্টে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও গোয়েন্দা বিভাগের রিপোর্ট অনুযায়ী, ভারতের বিমানঘাঁটিগুলোতে আত্মঘাতী হামলার ছক কষছে জইশ-ই-মুহম্মদ। জঙ্গি সংগঠনটির পক্ষ থেকে সামশের ওয়ানি নামে একজন ১০ সেপ্টেম্বর বেসামরিক বিমান নিরাপত্তা ব্যুরোর কাছে একটি চিঠি পাঠায়। হিন্দিতে লেখা চিঠিতে লেখা ছিল, '৩৭০ ধারা নিয়ে সরকারের পদক্ষেপের বদলা নেওয়া হবে।' এর মাঝে গত ১০ দিনে ৮ বার ভারতীয় সীমান্তে ড্রোনের মাধ্যমে বেশ কিছু অস্ত্র ও স্যাটেলাইট ফোন ফেলা হয়েছে। ড্রোনগুলো পাকিস্তান থেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।অস্ত্রগুলোর মধ্যে বেশ কয়েকটি একে ৪৭ রাইফেল এবং অনেকগুলো গ্রেনেড ছিল। পুলিশের সন্দেহ, জম্মু ও কাশ্মীরের জঙ্গিদের জন্য এগুলো পাঠানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct