সেখ মহম্মদ ইমরান, মেদিনীপুর, আপনজন: বায়ু সেনার বোমার পর এবার যুদ্ধবিমান ভেঙে পড়ল ধান জমিতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কলাইকুন্ডা এয়ার বেসে প্রশিক্ষণ চলাকালীন খড়গপুর লোকাল থানার অন্তর্গত দিয়াসা এলাকার ধান জমিতে আচমকাই ভেঙে পড়ল এয়ার ফোর্সের জেট বিমান। বিকট আওয়াজ শুনে কেঁপে ওঠেন এলাকার মানুষ। কী হয়েছে বুঝতে না পেরে ছোটাছুটি শুরু করেন তাঁরা। পরে জানতে পারেন ধান জমিতে ভেঙে পড়েছে যুদ্ধবিমান। রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। স্থানীয়রা গিয়ে দেখেন প্যারাসুটের মাধ্যমে নীচে নামছেন এয়ার ফোর্সের পাইলট। প্যারাস্যুটে নেমে প্রাণ বাঁচান পাইলট। মঙ্গলবার দুপুর আনুমানিক ৩ টা ৩৫ মিনিট নাগাদ দিয়াসা এলাকায় একটি ধান জমিতে যুদ্ধ বিমানটি পড়ে যায়। ঘটনা জেনে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই কলাইকুন্ডা এয়ার ব্যাসের বায়ুসেনার অফিসাররা হেলিকপ্টারে করে পৌঁছায়। সোমবারও ঝাড়গ্রামে বায়ুসেনার বোমা নিক্ষেপের মহড়া চলাকালীন একটি বোমার সেল লক্ষ্য স্থান ভ্রষ্ট হয়ে চাষের জমিতে এসে পড়ে। ওই ঘটনাতেও চাঞ্চল্য সৃষ্টি হয়। চাষের জমির বিরাট অংশ জুড়ে বড় গর্ত তৈরি হয়। ওই চাষের জমিতে থাকা হাই ভোল্টেজ বিদ্যুতের তারও ছিড়ে পড়ে। পরপর দুদিন সেনাবাহিনীর বায়ুসেনার মহড়াতে অঘটন ঘটল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct