অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আইন অমান্য কর্মসূচিতে শামিল আইএনটিইউসি। কংগ্রেসের এই শ্রমিক সংগঠনের তরফে এদিন জেলা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ প্রদর্শনের আগে সংগঠনের কর্মী ও সমর্থকরা মিছিল বের করেন এবং মিছিল টি জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে সংগঠনের তরফে একটি প্রতিনিধি দল দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এর কাছে দাবি পত্র তুলে দেন। অন্যদিকে, বিক্ষোভ কর্মসূচি কে কেন্দ্র করে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনিক ভবন চত্বরে মোতায়ন ছিল প্রচুর পুলিশ।এ বিষয়ে আইএনটিইউসির জেলা সভাপতি রতন কুমার সরকার জানান, ‘কেন্দ্রীয় ও রাজ্য ট্রেড ইউনিয়নের তরফে সম্মিলিতভাবে সারা পশ্চিমবঙ্গে আইন অমান্য আন্দোলন সহ জেলা শাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে আজ দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিইউসির তরফে আমরা এই কর্মসূচিতে শামিল হয়েছি।শ্রমিকদের স্বার্থ কেন্দ্র ও রাজ্য সরকার বিঘ্নিত করছে। আমরা সর্বদাই শ্রমিকদের পাশে রয়েছি। জেলাশাসকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এর কাছে আমরা আমাদের প্রতিলিপি তুলে দিয়েছি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct