আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার হরিয়ানায় প্রতিবাদী কৃষকদের উপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের নিন্দা করেছেন এবং এটিকে কৃষকদের উপর “বিজেপির বর্বর আক্রমণ” বলে অভিহিত করেছেন।ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইনের দাবিতে দিল্লির দিকে মিছিল করার সময় হরিয়ানা পুলিশ আম্বালার কাছে শম্ভুতে পাঞ্জাবের সাথে রাজ্যের সীমান্তে স্থাপিত ব্যারিকেড ভাঙার চেষ্টা করা কৃষকদের উপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।তিনি বলেন, কৃষকরা যখন তাদের মৌলিক অধিকারের জন্য লড়াই করার জন্য কাঁদানে গ্যাসের শেলের উপর আক্রমণ করা হয় তখন আমাদের দেশ কীভাবে উন্নতি করবে? আমাদের কৃষকদের উপর বিজেপির নৃশংস আক্রমণের তীব্র নিন্দা করছি।মমতা বলেন, তাদের প্রতিবাদ দমন করার পরিবর্তে বিজেপির উচিত তাদের স্ফীত অহংকার, ক্ষমতা-ক্ষুধার্ত উচ্চাকাঙ্ক্ষা এবং অপর্যাপ্ত প্রশাসনকে নত করার দিকে মনোনিবেশ করা, যা আমাদের জাতির ক্ষতি করেছে।
কৃষকদের আন্দোলনের প্রতি জনগণের সমর্থন চেয়ে মমতা বার্তা দেন, মনে রাখবেন, এই কৃষকরাই উচ্চতা এবং পরাক্রমের সঙ্গে আমাদের সকলকে টিকিয়ে রাখে। আসুন, সরকারি বর্বরতার বিরুদ্ধে কৃষকদের সঙ্গে একাত্ম হয়ে দাঁড়াই।সংযুক্ত কিষাণ মোর্চা (অরাজনৈতিক) এবং কিষাণ মজদুর মোর্চা ঘোষণা করেছিল যে কৃষকরা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিশ্চিত করার জন্য আইন প্রণয়ন সহ তাদের দাবিদাওয়া নিয়ে মঙ্গলবার দিল্লি যাবেন। সেই মতো তারা যাত্রা শুরু করায় দিল্লিতে সীমান্তে বহুস্তরীয় ব্যারিকেড, কংক্রিটের ব্লক, লোহার পেরেক এবং কন্টেইনারের দেয়াল দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়। কিছু সমর্থক ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। এই ঘটনায় অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদ মুসলিমীনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি মোদি সরকারের সমালোচনা করে বলেন, এটা মোদি সরকারের ব্যর্থতা। তাদের উচিত ছিল এমএসপি-র আইনি গ্যারান্টির জন্য কৃষকদের দাবি পূরণ করা। তিনি বলেন, প্রতিবেশী দেশের সেনাবাহিনীর মতো প্রতিবাদ করতে কৃষকদের দিল্লি আসতে বাধা দিচ্ছে সরকার। তিনি অবিলম্বে কৃষকদের দাবি মেনে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct