অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: আবর্জনা দিয়ে সরস্বতী প্রতিমা গড়ল অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা। যদি একটু সৃজনশীল চিন্তাভাবনায় ছাত্র ছাত্রী দের উদ্বুদ্ধ করা যায় তাহলে শিক্ষার্থীরা তাদের অসামান্য শিল্পকর্ম দিয়ে আমাদের চমকে দিতে পারে। এই ভাবনাকে সামনে রেখে পরিবেশপ্রেমী সংস্থা দিশারী সংকল্প দীর্ঘদিন ধরেই পরিবেশ রক্ষা তথা আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে তাদের মতো করে সীমিত সাধ্যে চেষ্টা করে যাচ্ছে। বালুরঘাটেই পাশেই অযোধ্যা গ্রামে অবস্থিত অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতন। মূলত:প্রথম প্রজন্মের ও আদিবাসী শিক্ষার্থীরাই এই বিদ্যালয়ের পড়ুয়া। সেই বিদ্যালয়েরই অষ্টম শ্রেণীর ছাত্র রাজকুমার লোহার এবং সপ্তম শ্রেণীর ছাত্র দেব লোহারকে সৃজনশীল ভাবনা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল যা আমরা ব্যবহারের পর ফেলে দিই। প্রচলিত অর্থে যাকে আবর্জনা বলি, তা দিয়ে আসন্ন সরস্বতী পূজাতে সরস্বতী প্রতিমা তৈরি যায়। সেইসব বর্জ্য বা আবর্জনার পুনর্ব্যবহার করা যায়। প্লাস্টিকের বোতলের অংশ, পুতুলের মুখ, রংয়ের কৌটোর ছোট ঢাকনি, প্লাস্টিক,কাগজ ইত্যাদি দিয়ে কি অনির্বচনীয় সুন্দর সরস্বতী প্রতিমা গড়েছে রাজকুমার এবং দেব।উদ্যোক্তা দিশারী সংকল্পের সম্পাদক ও অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতনের শিক্ষক তুহিন শুভ্র মণ্ডল বলেন ‘ আমাদের জীবনে ও পরিবেশে আবর্জনা ক্রমশ বেড়ে চলেছে। শিক্ষার্থীদের এক একজন সবুজ মিত্র তৈরিতে এইরকম উদ্যোগ নেওয়া হয়েছে। অযোধ্য্ কালিদাসী বিদ্যানিকেতনের দেব ও রাজকুমারের আবর্জনা দিয়ে সরস্বতী প্রতিমা বানানো দেখে আরও অনেক শিক্ষার্থী উদ্বুদ্ধ হোক এটাই আমরা চাই। সচেতনতার বার্তা প্রদানে এইভিবেই সচেষ্ট থাকবে দিশারী সংকল্প।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct