আপনজন ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলের বোমাবর্ষণে ব্যবহৃত এফ-৩৫ যুদ্ধবিমানগুলোর জন্য যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করতে একটি ডাচ আদালত সরকারকে নির্দেশ দিয়েছেন। সোমবার আপিল আদালতের দেওয়া রায়ে বলা হয়েছে, নেদারল্যান্ডস যে অংশগুলো রপ্তানি করছে, তা ‘আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনে’ ব্যবহার হওয়ার একটি ‘স্পষ্ট ঝুঁকি’ রয়েছে।আদালত এদিন বলেছেন, সম্ভবত ইসরায়েল গাজায় আক্রমণে এফ-৩৫ ব্যবহার করছে। এতে অগ্রহণযোগ্যভাবে বেসামরিকরা হতাহত হচ্ছে। গত বছর নিম্ন আদালতের একটি সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফামের একটি আপিলের পর এই রায় দেওয়া হলো। সংগঠন দুটি যুক্তি দিয়েছিল, সরবরাহ করা যন্ত্রাংশ ‘গাজায় ইসরায়েল কর্তৃক মানবিক আইনের ব্যাপক ও গুরুতর লঙ্ঘনে অবদান’ রাখে। নিম্ন আদালত আগের সেই সিদ্ধান্তে তাদের যুক্তি প্রত্যাখ্যান করেছিলেন। মানবাধিকার সংগঠনগুলো ডাচ সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগও এনেছিল।এর আগে ডিসেম্বরে একটি আদালত মামলাটি খারিজ করে দিয়ে বলেন, অস্ত্র রপ্তানির ক্ষেত্রে রাজনৈতিক ও নীতিগত বিষয়গুলো বিবেচনায় সরকারের বড় ধরনের স্বাধীনতা রয়েছে। এবার আপিল আদালত সাত দিনের মধ্যে ইসরায়েলে যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করতে সরকারকে নির্দেশ দিয়েছেন। বিচারক বাস বোয়েল রায়ে বলেছেন, ‘এটি অনস্বীকার্য যে রপ্তানি করা এফ-৩৫-এর অংশগুলো আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহৃত হওয়ার একটি স্পষ্ট ঝুঁকি রয়েছে।’ গাজা উপত্যকায় সামরিক অভিযানের সময় যুদ্ধাপরাধের অভিযোগ বারবার অস্বীকার করেছে ইসরায়েল। জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ডে যেকোনো গণহত্যামূলক কার্যকলাপের বিরুদ্ধে সতর্ক থাকতে বলেছেন। হামাস শাসিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, যুদ্ধের সময় অবরুদ্ধ এ অঞ্চলে কমপক্ষে ২৮ হাজার ৩৪০ জন নিহত হয়েছে। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় প্রায় এক হাজার ১০০ জন নিহত হওয়ার পর এই যুদ্ধ শুরু হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct