নকীব উদ্দিন গাজী, সাগর, আপনজন: গঙ্গাসাগরের মুড়িগঙ্গা নদীর ওপরে সেতু তৈরি করার দায়িত্বভার কাঁধে নিয়েছে রাজ্য সরকার ।এর ফলে খুব সহজেই পুণ্যার্থীরা এসে পৌঁছাতে পারবে গঙ্গাসাগরে। দীর্ঘ অপেক্ষার পর স্বপ্ন পূরণ হতে চলেছে সাগরবাসীর সহ গোটা দেশবাসীর। মুড়িগঙ্গা নদীর ওপরে তৈরি হচ্ছে সেতু আর যা তৈরি হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুন্যার্থীরা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন গঙ্গাসাগরে। গঙ্গাসাগরের মুড়িগঙ্গা নদীর উপর ব্রিজ তৈরি হওয়াতে খুশি এলাকার বাসিন্দারা।২০২৪ -২৫ অর্থবর্ষে রাজ্যের বাজেট অধিবেশনে এমনটাই জানানো হয়েছে মুড়িগঙ্গা নদীর ওপরে তৈরি হতে চলেছে ৩.১ কিলোমিটার দীর্ঘ সেতু যা লড নাম্বার ৮ থেকে কচুবেড়িয়া পর্যন্ত সংযোগ স্থাপন করবে। যার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু। প্রকল্পটি সম্পূর্ণ করতে সময় লাগবে তিন বছর। যার জন্য ১ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে প্রথম বছরের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই সেতু তৈরি হলে শুধুমাত্র পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধা হবে। বৃহত্তম পর্যটন কেন্দ্র গড়ে উঠবে এমনটাই মনে করছে রাজ্য সরকার। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরকে এই পূর্ণভূমিতে ঢেলে সাজিয়েছেন আর এই সেতুটি হলে গঙ্গাসাগরের মানচিত্র আলাদা হয়ে যাবে। অর্থনৈতিকভাবে আরো অনেক সচ্ছল হবে। অন্যান্য ব্রিজের তুলনায় এটা অনেকটাই দৈর্ঘ্য হবে যেখানে সর্বসময় পর্যটকরা আসতে পারবে অর্থনৈতিকভাবে গঙ্গাসাগর অনেকটাই এগিয়ে যাবে। তার অফিযোগ কেন্দ্রীয় সরকারকে বারবার বলেও এই কপিল মুনি মন্দিরের জন্য গঙ্গাসাগরের জন্য কেন্দ্রের বিজেপি সরকার কিছুই করেনা এই অপদার্থ সরকারকে এবারের দেশ থেকে সরাতে হবে। না হলে দেশের কোন উন্নয়ন হবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct