সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: স্বামী স্ত্রী এক সঙ্গে রাত্রিতে ঘুমিয়েছিল সকালে হটাত স্বামী চিৎকার করে পরিবারের সদস্যদের ডেকে বলেন যে তার স্ত্রী কথা বলছে না এমত অবস্থায় এলাকার মানুষ ছুটে এসে তড়িঘড়ি স্থানীয় সাদি খান দেয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন।পরিবার সূত্রে জানা যায় মৃত গৃহবধূর নাম রোজিনা বিবি বয়স ৩২,স্বামী জাকির হোসেন বাড়ি বিদুপুর গ্রামে। তাদের বিবাহ জীবনেদুই মেয়ে রয়েছে তানিয়া খাতুন ১২,রেশমা খাতুন ১৪।এই ঘটনার পর থেকে মৃতের স্বামী ও শ্বশুর বাড়ির কেই আসেনি হাসপাতাল ও থানায় পুলিশ মৃত দেহ উদ্ধার করে এলকাবাসির সহযোগিতায় ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। খুন না অন্য কিছু তার তদন্ত শুরু করেছে জলঙ্গী থানার পুলিশ।ঘটনায় কান্নায় ভেঙ্গে পড়েছে দুই মেয়ে এই বয়সে কোথায় যাবে কার কাছেই বা থাকবে ?
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct