আপনজন ডেস্ক: ভিলা পার্ককে দুর্গ বানিয়ে ফেলেছিল অ্যাস্টন ভিলা। এ মৌসুমে প্রিমিয়ার লিগে ঘরের মাঠে প্রথম আট ম্যাচেই জেতে দলটি। নবম ম্যাচে ড্র করে পয়েন্ট হারালেও, পরের ম্যাচেই ভিলা পার্কে আবার জয় পেয়েছিল দলটি। সেই ভিলা ঘরের মাঠে প্রিমিয়ার লিগে এ মৌসুমে প্রথম হারের দেখা পায় ১১ নম্বর ম্যাচে। নিউক্যাসলের কাছে ৩-১ গোলে হারা দলটি রোববার আবারও ঘরের মাঠে হেরে গেছে। এবার ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ভিলা হেরেছে ২-১ গোলে। স্কট ম্যাকটমিনের ৮৬ মিনিটের গোলে জিতেছে ইউনাইটেড। ডান পাশ থেকে দিয়েগো দালোতের পাঠানো ক্রসে হেডে গোলটি করেন ম্যাকটমিনে। এর আগে ১৭ মিনিটে রাসমুস হইলুন্দের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ইউনাইডেট। ভিলা সমতা ফিরিয়েছিল ৬৭ মিনিটে ডগলাসের লুইজের গোলে। ইউনাইটেডের জয়ে বড় অবদান আছে গোলরক্ষক আন্দ্রে ওনানারও। বেশ কয়েকটি ভালো গোল বাঁচিয়েছেন ক্যামেরুনের গোলরক্ষক।টানা ছয় ম্যাচে অপরাজিত ইউনাইটেড এই জয়ের পরও ২৪ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকায় আগের মতোই ষষ্ঠ স্থানে। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে ভিলা। লিগে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া ভিলা এ ম্যাচে ১ পয়েন্ট পেলেই টটেনহামকে টপকে চারে উঠে যেত। কিন্তু ১৩তম জয় পেয়ে ভিলাকে তা করতে দেয়নি ইউনাইটেড।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct