আপনজন ডেস্ক: কংগ্রেসের দলীয় সূত্র জানিয়েছে, স্বাস্থ্যগত কারণে সোনিয়ার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নেই এবং রাজ্যসভার একটি আসন তাকে সংসদে থাকতে সহায়তা করবে, পাশাপাশি আরও কিছু যৌক্তিক বিষয়েও সহায়তা করবে।রাজ্যসভা নির্বাচন নিয়ে আলোচনা করতে সোমবার দিল্লিতে দলের প্রধান মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে বসেন কংগ্রেস নেতারা। সোনিয়া গান্ধি, মুকুল ওয়াসনিক, অজয় মাকেন, কে সি বেণুগোপাল এবং সলমন খুরশিদের এই বৈঠকে উপস্থিত ছিলেন।এদিকে সোনিয়া গান্ধি সম্ভবত রাজস্থান থেকে রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। বর্তমানে তিনি গান্ধি পরিবারের দুর্গ রায়বরেলির লোকসভা সাংসদ। এর আগে মধ্যপ্রদেশ কংগ্রেস সোনিয়া গান্ধিকে রাজ্যসভায় রাজ্যের প্রতিনিধিত্ব করার জন্য আবেদন করেছিল। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি গত সপ্তাহে সোনিয়া গান্ধিকে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের খাম্মাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানিয়েছিলেন। রেড্ডি সোনিয়া গান্ধিকে ‘তেলেঙ্গানার মা’ হিসেবে দেখেন, কারণ তেলেঙ্গানাকে তিনি রাজ্যের মর্যাদা দিয়েছেন।২০০৪ সাল থেকে সোনিয়া গান্ধি রায়বরেলি লোকসভা আসনটি ধরে রেখেছেন। কংগ্রেস সূত্রের খবর, সোনিয়অ রাজ্যসভায় প্রার্থী হলে তার জায়গায় রাযবেরিলিতে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct