নিজস্ব প্রতিবেদক, সন্দেশখালি, আপনজন: এবার সন্দেশখালির সেই প্রাক্তন সিপিএম বিধায়ককে গ্রেফতার করল পুলিশ। তাকে আটক করা হল বাঁশদ্রোণী থেকে। উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালিকাণ্ডে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ ।তার মধ্যে মহিলা ৬. পুরুষ ১২. ধৃতদের আদালতে পেশ করে পুলিশ।বহিরাগতদের খুঁজে বার করতে শুরু হয়েছে পুলিশের তল্লাশি অভিযান। এদিকে ১৪৪ ধারা বলবৎ হতেই রাজ্য প্রশাসন নড়েচড়ে বসেছে। এর মধ্যে সন্দেশখালি তিন হেভিওয়েট শাসকবিরোধী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে মূল নাম রয়েছেন উত্তর ২৫ পরগনা জেলা পরিষদের সদস্য তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম সর্দার । অন্যদিকে, সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে হিংসায় প্ররোচনা দেওয়া, উস্কানিমূলক কথাবার্তা, আদিবাসীদের একাংশকে ক্ষেপিয়ে তুলে আন্দোলনকে সংগঠিত করার অভিযোগ থাকায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। তার মুক্তির দাবিতে সোমবার সন্দেশখালির ১ ও ২ নম্বর ব্লকে ১২ ঘণ্টার বনধ ডাকল সিপিএম। উত্তর ২৪ পরগনার জেলা কমিটির নেতা মৃণাল চক্রবর্তী এই বনধের ডাক দিয়েছেন। সিপিএমের দাবি, এই ঘটনায় গ্রেফতার তাদের প্রাক্তন বিধায়ককে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে। সিপিএমের ডাকা এই বনধের মধ্যেই সোমবার সন্দেশখালি যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার গ্রেফতারের প্রতিবাদে বাঁশদ্রোণী-সহ রাজ্যের একাধিক এলাকায় বিক্ষোভ দেখিয়েছেন সিপিএমের কর্মী-সমর্থকরা। রবিবার সন্দেশখালিতে ঢুকতে গেলে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেন বাম যুবনেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়। এই ঘটনায় গভীর ষড়যন্ত্রের অভিযোগ করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct