মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: খণ্ডঘোষের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ছিলেন কাজী তোজম্মল হোসেন। দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন বিপন্ন করে তিনি পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরে ইংরেজদের বিরোধিতা নেমেছিলেন। তিনি তৎকালীন সময়ে বিডিআর রেল পথ যেটা বর্তমান বাঁকুড়া থেকে মশাগ্রাম অবধি রেলপথে বিস্তার আছে এইখানে তিনি সংগঠিত করেছিলেন বিশাল গণ আন্দোলন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন ইংরেজদের তৈরি রেলপথ যেটা ভারতীয়দেরকে দমন করার জন্য ব্যবহার করা হচ্ছে সেই রেলপথ তিনি রাখবেন না। তার নেতৃত্বে ইংরেজদের তৈরি রেলপথ উপড়ে ফেলেছিলেন। ইংরেজ পুলিশের লাঠির আঘাতে ভয়ানক ভাবে আহত হন। এছাড়া বহু সামাজিক কাজে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। মাত্র ৪৫ বছর বয়সে দেশ স্বাধীন হওয়ার এক মাস আগে তিনি পরলোক গমন করেন। এই মহান মানুষটিকে ভুলে গেছে খন্ডঘোষ, ভুলে গেছে পূর্ব বর্ধমান তথা রাজ্য ।তার পরিবারের লোক তার ব্যবহৃত জিনিসপত্র ও বিভিন্ন সরঞ্জাম ও স্বাধীনতা আন্দোলনে ব্যবহৃত জিনিসপত্র নিয়ে খণ্ডঘোষের খাটিকা গ্রামে গড়ে তুললেন স্বাধীনতা সংগ্রামী তোজম্মল হোসেন স্মৃতি সংগ্রহশালা। সেই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট কবি সাহিত্যিক অধ্যাপক ডক্টর জাহির আব্বাস। অনুষ্ঠানে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্ট এর পক্ষে উপস্থিত ছিলেন ডঃ রমজান আলি, অধ্যাপক আসাদ, মোহাম্মদ আমিন ,মাসুদ কারিম ও বিশিষ্ট সাংবাদিক মোল্লা শফিকুল ইসলাম, অনুষ্ঠানটা সঞ্চালনা করেন সুফি রফিকুল ইসলাম ও মাসুদ করিম। বিভিন্ন বক্তা স্বাধীনতা সংগ্রামীর বিভিন্ন দিকপাত আলোচনা করেন। একটা স্বাধীনতা সংগ্রামী ইতিহাসের পাতা থেকে সম্পূর্ণভাবে মুছে গেছে সেই ইতিহাসকে পুনরুজ্জীবন করার জন্যই তার পৌত্র কাজী ফজলে বারি, কন্যা আজিমা খাতুন হেনা ,ছোট পুত্রবধূ রওশনারা বেগম আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সংগ্রহশালা জেলা, রাজ্য তথা দেশ-বিদেশ থেকে বহু মানুষ দেখতে আসবেন এমনভাবে বানানো হয়েছে। সংগ্রামী কাজী তোজাম্মল হোসেন তিনি কবি হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন তার প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ায় তিনি কবিতা রচনা করেছিলেন লিখেছিলেন” প্রিয়ে মরেও তুমি মর নাইকো আছো তুমি মোর অন্তরে।তোমার স্মৃতি ভুলবো নাকো রাখবো মনে যুগ যুগান্তরে “। এই স্মৃতি সংগ্রহশালার উদ্বোধনি অনুষ্ঠানে কবিতা পাঠের আসর বসে ।এই অনুষ্ঠান ঘিরে গ্রামবাসী সহ অনুষ্ঠানে আগত মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct