হাসান সেখ, বহরমপুর, আপনজন: পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির উদ্যোগে হজ প্রশিক্সণ শিবির । রবিবার সময় ১১টায় মুর্শিদাবাদ জেলার বহরমপুর রবীন্দ্র সদন হলে এই হজ প্রশিক্ষণ শিবির শুরু হয়। ৫৫০ জন অধিক হাজি এই; প্রশিক্ষণে অংশ নেন। হাজিদের হজে যাওয়া আসা মক্কা মদিনায় থাকা খাওয়া সহ বিস্তারিত বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন হজ কমিটির আধিকারিক সৈয়দ নাইয়ার ইকবাল হাসমি পশ্চিম বঙ্গ হজ কমিটি চেয়ারম্যান খলিলুর রহমান, নিজামুদ্দিন বিশ্বাস। হজ বিভিন্ন বিষয় নিয়ে ১দিনের আলোচনা কর হয়।মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু উন্নয়ন দপ্তর আধিকারিক রেনুকা খাতুন জানান আজ বহরমপুর সদর শহর রবীন্দ্র সদনে প্রতিবারের ন্যায় এবারও হজ প্রশিক্ষণ ব্যবস্থাপনা করা হয়েছে আগামীকাল রঘুনাথগঞ্জ হজ প্রশিক্ষণ চলবেজেলার বিভিন্ন প্রান্ত থেকে হজ যাত্রীরা এনামুল হক , মহা: মোশারফ হোসেন ,সাগর দীঘি বাজলুল মান্নান, জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষণ পেয়ে খুশি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct