আপনজন ডেস্ক: উক্রেনকে সহায়তা করতে এবং মস্কোর সঙ্গে ‘সম্ভাব্য দশকব্যাপী লড়াই’ ঠেকাতে ইউরোপকে অস্ত্র উৎপাদন বাড়াতে বললেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। জার্মান গণমাধ্যমে তিনি একথা বলেন। তিনি বলেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ করতে এবং নিজেদের অস্ত্রের ঘাটতি মেটাতে আমাদের প্রতিরক্ষা শিল্পের ভিতকে পুনর্গঠন ও সম্প্রসারিত করতে হবে। ন্যাটো মহাসচিব বলেন, শান্তিকালীন সময়ে ধীরে-সুস্থে অস্ত্র উৎপাদনের বদলে যুদ্ধকালীন সময়ের মতো উচ্চগতিতে অস্ত্র উৎপাদন করতে হবে।রাশিয়ার সঙ্গে লড়াই চালিয়ে যেতে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সহায়তার জন্য পশ্চিমা মিত্রদের প্রতি ইউক্রেনের আকুতির মধ্যেই ন্যাটো মহাসচিব ইউরোপের প্রতি অস্ত্র উৎপাদন বাড়ানোর আহবান জানালেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct