নিজস্ব প্রতিবেদক, নওদা, আপনজন: আল মোমিন মিশন, কলকাতা স্টুডেন্ট হেল্প ডেক্স ট্রাস্ট ও শেখ ক্লিনিক এর যৌথ উদ্যোগে এবং চাতক ফাউন্ডেশনের পরিচালনায় নওদা থানার গঙ্গাধারী গ্রামের আল মোমিন মিশন প্রাঙ্গনে অনুষ্ঠিত হল স্বাস্থ্যপরীক্ষা ও সচেতনতা শিবির। শিবিরের আনুষ্ঠানিক ভাবেফিতা কেটে উদ্বোধন করেন যৌথ ভাবে স্থানীয় মেডিক্যাল প্র্যাক্টিসিনার শেখ ক্লিনিকের কর্ণধার ইসরাফিল শেখ, চাতক ফাউন্ডেশনের কর্ণধার শেখ মফেজুল ও সাহাবুদ্দিন শেখ । সচেতনতা শিবিরে নানা রোগের উৎপত্তি ও তার নিরাময়-প্রতিরোধ সম্পর্কে আলোচনা করেন ডা এইচ এ রশিদ, ডা আরেফা খাতুন, ডা সানাউল্লাহ আহমেদ প্রমুখ । শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা এম আর ফিজা, সামসুল হক, ইউসুফ আলি সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ । শিবিরে সহযোগিতা করেন বিট্টন শেখ, বাবর আলি সরকার সহ আরও বেশ কয়েকজন তরুন । এদিন সকাল ১০ টায় শুরু হয়ে সন্ধ্যা ৬ টায় এই বিনা মূল্যের চিকিৎসা শিবির শেষ হয় । উপস্থিত হওয়া সকল রুগীকে চিকিৎসার পর যথাযথ বিনা মূল্যে ওষধও দেওয়া হয় । কলকাতা থেকে আগত এই শিবিরের প্রধান চিকিৎসক ডা সানাউল্লাহ আহমেদ জানান, আমরা আবার সময় সুযোগ মত এই এলাকায় আসতে চাই । শিবির করতে সার্বিক ভাবে সহযোগিতা করায় আল মোমিন মিশন, চাতক ফাউন্ডেশন ও এলাকার সুধীজনকে ধন্যবাদ জানান ডা সানাউল্লাহ আহমেদ ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct