আপনজন ডেস্ক: নাইজেরিয়ার সবচেয়ে বড় ব্যাংকের সহপ্রতিষ্ঠাতা তাঁর স্ত্রী-ছেলেসহ যুক্তরাষ্ট্রে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। রবিবার তাঁর কম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। অ্যাকসেস হোল্ডিংস এক বিবৃতিতে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় শুক্রবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অ্যাকসেস ব্যাংক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হার্বার্ট উইগওয়ে নিহত হয়েছেন।বিবৃতিতে বলা হয়েছে, ‘ড. উইগওয়ে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় তাঁর স্ত্রী ও ছেলের সঙ্গে মারা গেছেন।পুরো অ্যাকসেস পরিবার হারবার্ট, ডোরিন ও চিজির মৃত্যুতে শোকাহত।’অন্যদিকে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় দুই ক্রু সদস্য এবং চার যাত্রী নিহত হয়েছেন।এ ছাড়া নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু বলেছেন, নাইজেরিয়ার স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট আবিম্বোলা ওগুনবাঞ্জো নিহতদের মধ্যে ছিলেন। তিনি দুর্ঘটনাটিকে অবর্ণনীয় মর্মান্তিক বলে অভিহিত করেছেন।
তাঁর মুখপাত্র রবিবার এক বিবৃতিতে বলেছেন, ‘উইগওয়ে ও ওগুনবাঞ্জোর পরিবার, ব্যবসায়ী সম্প্রদায় এবং এই দুঃখজনক দুর্ঘটনায় প্রভাবিত সবার প্রতি প্রেসিডেন্ট সমবেদনা জানিয়েছেন।’মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বলেছে, ‘একটি ইউরোকপ্টার ইসি ১৩০ হেলিকপ্টার স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে ক্যালিফোর্নিয়ার নিপটনের কাছে বিধ্বস্ত হয়। এতে ছয়জন ছিলেন।’ এ দুর্ঘটনার তদন্ত হবে বলেও জানিয়েছে সংস্থাটি।যুক্তরাষ্ট্রের পরিবহন সুরক্ষা বোর্ডের সদস্য মাইকেল গ্রাহাম শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, হেলিকপ্টারটি ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংস থেকে নেভাদার বোল্ডার সিটির পথে রওনা হয়েছিল। তিনি সাংবাদিকদের বলেন, উড্ডয়নের প্রায় ৯০ মিনিট পর হেলিকপ্টারটি বারস্টো শহরের প্রায় ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে ক্যালিফোর্নিয়ার হ্যালোরান স্প্রিংসের কাছে বিধ্বস্ত হয়।এদিকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়ালা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘হেলিকপ্টার দুর্ঘটনায় অ্যাকসেস ব্যাংকের গ্রুপ সিইও হার্বার্ট উইগওয়ে, তাঁর স্ত্রী ও ছেলের পাশাপাশি বিম্বো ওগুনবাঞ্জোর মৃত্যুর খবরে তিনি অত্যন্ত দুঃখিত।’ব্লুমবার্গের মতে, সম্পদের দিক থেকে অ্যাকসেস হলো নাইজেরিয়ার সবচেয়ে বড় ব্যাংক। উইগওয়ে এই ব্যাংকে ২০০২ সালে উপব্যবস্থাপনা পরিচালক হয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct