এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: ২০১৯ সালের লোকসভা থেকেই মতুয়া ভূমি কার্যত বিজেপির দখলে ৷ আর সেই বনগাঁ লোকসভা কেন্দ্রটি আগামী লোকসভা ভোটে পুনরুদ্ধারের প্রস্তুতি শুরু করেছে তৃণমূল । কার্যত মতুয়া মন পেতে এবার লোকসভা ভোটের আগেই আসন্ন রাজ্যসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা করেছে গত লোকসভা নির্বাচনে তৃণমূলের পরাজিত প্রার্থী মতুয়া সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুরের নাম । মমতাবালা ঠাকুর সহ চারজন প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস । রবিবার সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থীদের নাম প্রকাশ করা হয় । তৃণমূলের ঘোষিত প্রার্থীরা হলেন মমতাবালা ঠাকুর, সুস্মিতা দেব, মহম্মদ নাদিমুল হক এবং সাগরিকা ঘোষ । চারজনের মধ্যে তিনজনই মহিলা ও একজন সংখ্যালঘু মুখ । ২০১১ সালে বিধানসভা নির্বাচনে মমতার ক্ষমতায় আসার নেপথ্যে মতুয়া ফ্যাক্টর বিস্তর কাজ করেছিল । কিন্তু, ধীরে ধীরে সেখানে গেরুয়া আধিপত্য বাড়তে থাকে । বর্তমানে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সেই জায়গায় দাঁড়িয়ে সার্বিক প্রেক্ষাপটে মমতাবালা ঠাকুরকে প্রার্থী করা তৃণমূলের অন্যতম ‘মাস্ট্রারস্ট্রোক’ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ । দোরগোড়ায় লোকসভা নির্বাচন। সেই জায়গায় দাঁড়িয়ে মমতাবালা ঠাকুরের নাম ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই । ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বনগাঁর তৃণমূলের পরাজিত প্রার্থী মমতা বালা ঠাকুরকে ফের টিকিট দেওয়ার এই পদক্ষেপ তৃণমূলের মতুয়া ভোট ঘরে ফেরানোর চেষ্টা বলে মনে করছে রাজনৈতিক মহল । উল্লেখ্য আগামী ২৭ ফেব্রুয়ারি ১৫ রাজ্যের মোট ৫৬টি রাজ্যসভা আসনে অনুষ্ঠিত হবে নির্বাচন । তার মধ্যে রয়েছে বাংলার পাঁচ আসন । পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশে রাজ্যসভার নির্বাচন হবে । প্রসঙ্গত আগামী ২ এপ্রিল রাজ্যসভায় কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে তৃণমূল সাংসদ আবিররঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী, নাদিমুল হক ও শান্তনু সেনের । এই আসনগুলিতে প্রার্থী ঘোষণা করল তৃণমূল । চারজনের মধ্যে থাকছেন শুধু নাদিমুল হক । তিনজনের পরিবর্তে আনা হয়েছে তিন মহিলা মুখ মমতাবালা ঠাকুর, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct